জামালপুরের বকশীগঞ্জের রাহেলা কাদির স্কুল অ্যান্ড কলেজে ১৮ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ১ জন পাস করায় কলেজ ক্যাম্পাসে বনভোজনের আয়োজন করার অভিযোগ উঠেছে। যদিও শিক্ষকদের দাবি, কারিগরি শাখা (বিএম) থেকে ৯০ পরীক্ষার্থীর মধ্যে ৮২ জন পাস করায় এ আয়োজন করা হয়েছে।
এ নিয়ে প্রশাসনসহ সাধারণ মানুষের মাঝে আলোচনা-সমালোচনা চলছে।
রাহেলা কাদির স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু খালেদ মোহাম্মদ আমীন জানান, সাধারণ শিক্ষা বোর্ডে আমাদের ফলাফল খারাপ হলেও কারিগরি বোর্ডের ফলাফল ভালো। তাই কলেজ ক্যাম্পাসের ভেতরে বনভোজনের আয়োজন করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, সচেতনতার অভাবে তাদের এই আয়োজন। কলেজটি সাধারণ শিক্ষা বোর্ডের কলেজ কারিগরি শিক্ষা বোর্ডের না। ফলাফল খারাপ করার পরেও তাদের বনভোজন বা বড় ধরনের খাওয়া-দাওয়ার আয়োজন করা ঠিক হয়নি।
সংশ্লিষ্টরা জানান, সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বকশীগঞ্জ উপজেলায় পাঁচটি কলেজ রয়েছে। এসব কলেজ থেকে ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন পরীক্ষার্থীরা। এর মধ্যে বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়ায় অবস্থিত রাহেলা কাদের স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে মাত্র একজন। পাসের হার ৫.৫৫।