দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ২ এপ্রিল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বিআরটিসি।
আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে কোনো প্রকার অনিয়ম, টিকিট কালোবাজারি, অতিরিক্ত যাত্রী বহন ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়সহ সার্বিক বিষয় তদারকির জন্য কমিটি গঠন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি)।
গতকাল রোববার (৩১ মার্চ) রাজধানীর মতিঝিলে অবস্থিত বিআরটিসির প্রধান কার্যালয়ের ‘ঈদ স্পেশাল সার্ভিস’ উপলক্ষে আয়োজিত এক সভা থেকে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
সভা থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলো হলো- ঈদ উপলক্ষে স্পেশাল বাস সার্ভিস পরিচালনার লক্ষ্যে কারিগরি টিম গঠন ও ডিউটি চার্ট প্রণয়ন; বাসের কারিগরি ফিটনেস নিশ্চিত করতে ডিপো ম্যানেজারদের নির্দেশনা প্রদান; ঈদ স্পেশাল সার্ভিসে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সব বিভাগীয় পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়া।
এ ছাড়া ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিআরটিসির প্রধান কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা (টেলিফোন নম্বর : ০২৪১০৫৩০৪২) এবং নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি চার্ট প্রণয়ন এবং ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএর প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনের জন্য বিআরটিসির কর্মকর্তাদের তালিকা প্রণয়ন করা।