আইপিএল নিলামে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে আইপিএল ইতিহাসের সফলতম দল চেন্নাই সুপার কিংস।
আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন বাংলাদেশের তিন পেসার। এদের মধ্যে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে বিসিবি ছাড়পত্র দেবে না বলে জানিয়ে দেয়। মুস্তাফিজকে শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে আইপিএলে খেলার ছাড়পত্র। জাতীয় দলে ডাক পাওয়া সাপেক্ষে ১১ মের পরে ফিরে আসতে হতে পারে তাকে।
মুস্তাফিজের ২০১৬ খ্রিষ্টাব্দে আইপিএলে অভিষেক হয়। ওই মৌসুমে ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নেন তিনি। নতুন বলে ও স্লগে দুর্দান্ত বোলিং করেন এই কাটার মাস্টার। আইপিএলে হায়দরাবাদকে ওই মৌসুমে শিরোপা জেতাতে রাখেন বড় ভূমিকা। আসরের সেরা উদীয়মান ক্রিকেটারও হন তিনি।
পরে পাঁচ মৌসুমে মৌসুমে মুস্তাফিজ থাকলেও সেভাবে নিজের প্রতি সুবিচার করতে পারেননি। বাঁ-হাতি এই পেসার ২০১৭ আসরে মাত্র একটি ম্যাচ খেলতে পারেন। ২০১৮’র মৌসুমে খেলেন ৭ ম্যাচ। তবে ২০২১ খ্রিষ্টাব্দের আসরে তিনি ১৪ ম্যাচ খেলে ১৪ উইকেট নেন।
হায়দরাবাদ দিয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা মুস্তাফিজ পরে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন। এরপর রাজস্থ্যান রয়্যালসে ছিলেন তিনি। সর্বশেষ মৌসুমে ছিলেন দিল্লি ক্যাপিটালসে। তবে আগামী আসরের জন্য দিল্লি তাকে ধরে রাখেনি।
তাকে দলে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে চেন্নাই সুপার কিংস। সেখানে তারা ফিজকে মুজ অ্যাখ্যা দিয়ে স্বাগত জানিয়ে লিখেছে, মুজ-আর্ট অব মাদ্রাজ। ওয়েলকাম টু দ্য প্রাইড, রহমান।