২০ টাকার জন্য মাছ ব্যবসায়ীকে পেটালেন ছাত্রলীগ নেতা!

কুড়িগ্রাম প্রতিনিধি |

মাছের দাম কম না নেয়ায় এক মাছ ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের বিরুদ্ধে। উপজেলা শহরের আলী হোসেন(৪৫) নামের এক মাছ ব্যবসায়ীকে পিটিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজীবপুর উপজেলা শহরের নামা বাজারের এই ঘটনা ঘটে।

মারধরের শিকার ব্যবসায়ী আলী হোসেনের অভিযোগ, ক্যাশবাক্সে থাকা মাছ বিক্রির প্রায় ৯ হাজার টাকাও নিয়ে গেছে হামলাকারীরা। 

প্রত্যক্ষদর্শীরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিকেলের উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের বড় ভাই আরিফ মাছ বিক্রেতা আলী হোসেনের কাছে পাঙ্গাশ মাছ কেনার জন্য দরদাম করেন।পরে ১১০ টাকা কেজিতে ৩ কেজি ১০০ গ্রাম মাছ নিয়ে বিক্রেতাকে ১০০ গ্রাম ওজন বাদ দিয়ে দাম হিসেবে করতে বলেন। এসময় বিক্রেতা ৩২০ টাকা দাম ঠিক করে দিলে আরিফ ৩০০ টাকা মাছের দাম দিতে চায়। বিক্রেতা বলেন, ২০ টাকা কম দিলে আমার লোকসান হবে। এতে ক্ষিপ্ত হয়ে আরিফ দোকানির ওপর মাছ ছুড়ে ফেলে দেয়। বিক্রেতা প্রতিবাদ করলে আরিফ তাকে আরও গালমন্দ করে চলে যান। কিছুক্ষণ পরেই ঘটনা স্থলে আরিফের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  মেহেদী হাসান তারেক তার অনুসারীদের নিয়ে এসে ওই মাছ বিক্রেতার উপর চড়াও হন। এসময় উপর্যপুরি কিল ঘুষি মারতে থাকেন।পরে সহযোগী মাছ ব্যবসায়ী ও স্থানীয়রা আলী হোসেনকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করেন। 

দাম কম না রাখায় মাছ ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান তারেকের বিরুদ্ধে। ছবি : কুড়িগ্রাম প্রতিনিধি

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করারও সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন মাছ বিক্রেতা আলী হোসেন। তিনি দৈনিক শিক্ষাডটকমকে জানান, তিন কেজি মাছে ১০ টাকা কম নিয়েছি আরও যদি ২০ টাকা কম নেই তাহলে আমার কেনা দামও থাকবে না। আমাকে মারধর করলো। আবার ক্যাশ বাক্সে থাকা মাছ বিক্রির প্রায় ৯ হাজার টাকাও নিয়ে গেছে।  আমি এই ঘটনার বিচার চাই।

রাজীবপুর উপজেলা মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দাম কম না নেয়ার কারণে এভাবে একজন ব্যবসায়ীকে মারধর করে তার ক্যাশবাক্সের টাকা নিয়ে যাওয়ার ঘটনায় তারা আতঙ্কিত। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান তিনি। বণিক সমিতি যদি এই বিষয়ে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয় তাহলে তারা বাজারে মাছ বিক্রিতে ধর্মঘট জারি করবেন বলেও জানিয়েছেন তিনি।

ছাত্রলীগ নেতা মাছ ব্যবসায়ীকে মারধরের বিষয়টি জানাজানি হলে উপজেলা শহরের সর্বসাধারণের মাঝে নানা সমালোচনা শুরু হয়।
মাছের দামের জন্য একজন ব্যবসায়ীকে মারপিট করার ঘটনায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরাও লজ্জিত। উপজেলা ছাত্রলীগের একটি সূত্র জানায় হঠাৎ করেই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদ পেয়ে উগ্র হয়ে উঠে তারেক। সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে অনৈতিক প্রভাব বিস্তার করে বলেও জানিয়েছেন অনেকেই। 

রাজীবপুর উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিউর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঘটনাটি শুনে আমি ঘটনাস্থলে গিয়েছি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলেছি। উনি আমাকে কথা দিয়েছে বিষয়টি মীমাংসা করে দেবেন।

রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মাছ ব্যবসায়ীরা আমার কাছে এসেছিলো আমি দুই পক্ষের কাছে ঘটনাটি শুনেছি। তাদের নিয়ে বসে মীমাংসা করা হবে।

মাছ ব্যবসায়ীকে মারপিট করার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক দৈনিক শিক্ষাডটকমকে বলেন,মাছ ব্যবসায়ীর সাথে একটা ‘সিনক্রিয়েট’ হয়েছে। বিষয়টি নিয়ে মীমাংসা করা হবে।

এ বিষয়ে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মাছ বিক্রেতাকে মারপিট করার বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি - dainik shiksha মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! - dainik shiksha খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! এইচএসসির ফরম পূরণ শুরু আজ - dainik shiksha এইচএসসির ফরম পূরণ শুরু আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা - dainik shiksha মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! - dainik shiksha মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0031530857086182