২০২৪ খ্রিষ্টাব্দে চার শ্রেণিতে দেওয়া হবে নতুন শিক্ষাক্রমের বই

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

নতুন শিক্ষাক্রমে (কারিকুলাম) আগামী বছর চার শ্রেণির পাঠ্যবই ছাপানোর পরিকল্পনা ছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)। চলতি বছর প্রথম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া হয় নতুন কারিকুলামের বই। ২০২৪ খ্রিষ্টাব্দে দেওয়া হবে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের। তবে এখনো সব বইয়ের পাণ্ডুলিপি তৈরি করতে পারেনি এনসিটিবি। শেষ পর্যন্ত নবম শ্রেণিতে পুরনো বই দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন খোদ এনসিটিবির কর্মকর্তারা।

চলতি বছর শুরু হয় নতুন শিক্ষাক্রম। এবার বই বিতরণে সময় লাগে দুই-তিন মাস। এ ছাড়া পাঠ্যবইয়ের নানা ভুল নিয়ে চরম তোপের মুখে পড়ে এনসিটিবি। শেষমেশ ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহার করে নেয় তারা। পরে এ দুটিসহ আরও কিছু বইয়ের সংশোধনের উদ্যোগ নেয় এনসিটিবি।

আগামী বছরের পাঠ্যবই ছাপানোর কার্যক্রম প্রসঙ্গে গতকাল এনসিটিবি চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম  বলেন, ‘আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক স্তরের এবং অক্টোবরের মধ্যে মাধ্যমিক স্তরের বই ছাপানো এবং তা জেলা-উপজেলায় পৌঁছানোর লক্ষ্যে কাজ চলছে।’

এনসিটিবি চেয়ারম্যান বলেন, প্রাথমিক স্তরের প্রথম, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির বই ছাপানোর টেন্ডার ইতোমধ্যে হয়েছে। এখন চলছে মূল্যায়ন। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বইয়ের টেন্ডার দেওয়া হবে। প্রাথমিক স্তরে নতুন কারিকুলামে আগামী বছর বই হবে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির। সঙ্গে থাকবে শিক্ষক গাইড। নতুন কারিকুলাম অনুযায়ী এই দুই শ্রেণির বইয়ের পা-ুলিপি লেখা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

এবার প্রাথমিকের ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার এবং মাধ্যমিকে ২৩ কোটি ৮৩ লাখ ৭০ হাজার বই ছাপানো হয়। আগামী বছর কিছু কম-বেশি হতে পারে বলে জানিয়ে ধারণা করছে এনসিটিবি।

মাধ্যমিক স্তরের বই ছাপানোর প্রস্তুতি প্রসঙ্গে এনসিটিবি চেয়ারম্যান জানান, গতকাল ষষ্ঠ শ্রেণির বইয়ের টেন্ডার হয়েছে। ১৫ মে হবে সপ্তম শ্রেণির বইয়ের টেন্ডার। আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতে নতুন কারিকুলামের বই দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির নতুন পাণ্ডুলিপি লেখার কাজ চলছে। শেষ হওয়ার পর নবম শ্রেণির বইয়ের পাণ্ডুলিপি লেখার কাজ শুরু হবে। এতে করে এ বছর নবম শ্রেণির নতুন কারিকুলামের বই দেওয়া নিয়ে সন্দেহ পোষণ করছেন কয়েকজন কর্মকর্তা। তারা জানান, মে ও জুনের মধ্যে বইয়ের পাণ্ডুলিপি শেষ না হলে এই বইয়ের টেন্ডার দিতে এবং কার্যাদেশ পর্যন্ত পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। এর বিকল্প হিসেবে তারা মত দিয়েছেন, পুরনো কারিকুলামে নবম শ্রেণির বই আগামী বছর দেওয়া যেতে পারে।

এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন, বিষয়টি এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সময় এখনো আছে। এনসিটিবি যে সিদ্ধান্ত নেবে, তার আগে শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শক্রমেই সিদ্ধান্ত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কারিকুলাম অনুযায়ী ২০২৫ খ্রিষ্টাব্দে দেওয়া হবে পঞ্চম ও দশম শ্রেণি বই। উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ২০২৬ খ্রিষ্টাব্দে ও দ্বাদশ শ্রেণিতে ২০২৭ খ্রিষ্টাব্দে নতুন বই দেওয়ার মাধ্যমে পুরোপুরিভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0028619766235352