২০২৪ খ্রিষ্টাব্দে রেকর্ডসংখ্যক টেস্ট খেলবে বাংলাদেশ

দৈনিকশিক্ষাডটকম ডেস্ক |

নিউজল্যান্ড সফর থেকে ফিরে বিশ্রামের খুব বেশি সময় নেই বাংলাদেশ ক্রিকেট দলের। নতুন বছরে তাদের জন্য অপেক্ষা করছে ৪০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ।

এর মধ্যে টেস্ট ম্যাচ থাকছে ১৪টি। নিজেদের ক্রিকেট ইতিহাসে এক বছরে এত বেশি টেস্ট এর আগে খেলেনি বাংলাদেশ। 

আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী, ২০২৪ খ্রিষ্টাব্দে ৭টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ থাকছে টি-টোয়েন্টি ফরম্যাটের। তবে টেস্ট ম্যাচের সংখ্যার দিক থেকে এবার আগের সব বছরকে ছাড়িয়ে যাচ্ছে টাইগাররা। আগামী বছর বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলবে শুধু ইংল্যান্ড (১৭) ও ভারত (১৫)। 

বাংলাদেশি ক্রিকেটাররা নিউজিল্যান্ড থেকে ফিরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি নেওয়া শুরু করবে। যা শুরু হবে আগামী ১৯ জানুয়ারি থেকে। প্রায় দেড় মাস পর ১ মার্চ পর্দা নামবে দেশের শীর্ষ এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তবে ফেব্রুয়ারির শেষদিকে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তিন ফরম্যাটের সিরিজ খেলবে দুই দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুই দল ২ ম্যাচের টেস্ট সিরিজও খেলবে, যা আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। জুনে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যাবে টাইগাররা। ওই আসরের গ্রুপ পর্বে সবগুলো দল ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতা ঢাকতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার কোনো বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ২টি টেস্ট , ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। কিন্তু ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এরপর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আগস্টে সেখানে ২টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এরপর ভারত সফরে যাবে তারা। এই সফরে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সফরটি মাঠে গড়াবে সেপ্টেম্বর-অক্টোবরে।

টানা তিন সফর শেষে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে বাংলাদেশ। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২ ম্যাচ খেলে ফিরে যাবে প্রোটিয়ারা। এরপর বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। নভেম্বর-ডিসেম্বরে সেখানে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলে বছর শেষ করবে বাংলাদেশ। 


পাঠকের মন্তব্য দেখুন
সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0024421215057373