আসন্ন ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২১ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (৭ জুন) থেকে শুরু হবে এ ছুটি।
গত বুধবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ২২ দিন ক্লাস ছুটি থাকবে। এছাড়া ২৮ ও ২৯ মে শুক্রবার, শনিবার সাধারণ ছুটি হওয়ায় আরো ২দিন ছুটি বাড়বে। সবমিলিয়ে ছুটি ২৩ দিন।
তবে, ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাগুলো ৯ থেকে ২৭ জুন পর্যন্ত এবং অফিস ৯ থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ৩০ জুন থেকে ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।