২৭ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিলেন চুয়েটের সাবেক শিক্ষার্থীরা

চুয়েট প্রতিনিধি |

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন চুয়েট এ্যালামনাই এসোসিয়েশন। আজ রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৫৭ জন শিক্ষার্থীদের মধ্যে মোট ২৭ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয় ৷

  

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সহযোগী ও অগ্রযাত্রার নিয়ামক। অ্যালামনাইয়ের সাথে বর্তমান শিক্ষার্থীদের নেটওয়ার্কিং বাড়াতে এ ধরনের উদ্যোগ আশাব্যাঞ্জক। চুয়েট থেকে দীর্ঘ ৫৫ বছরে সাড়ে ১২ হাজারের বেশি শিক্ষার্থী বের হয়েছে। সবাই দেশ-বিদেশে দক্ষতার সাথে অবদান রেছে চলেছেন। এখানে শিক্ষক-শিক্ষার্থীর জ্ঞানভিত্তিক ও গবেষণাধর্মী কার্যক্রম চলমান। আমাদের অগ্রগতির স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক কিউএস র‌্যাংকিংয়ে সাম্প্রতিক সফলতা তারই স্বাক্ষর বহন করে। চুয়েটের সার্বিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানাই। 

বৃত্তি প্রদানের বিষয়ে চুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফিরোজ খাননুন ফরাজী বলেন, চুয়েটের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণায় আরো বেশি উদ্বুদ্ব করতেই আমাদের এ প্রচেষ্টা। শিক্ষার্থীদের যেকোন বিষয়ে সহযোগিতা করতে এবং চুয়েটকে বিশ্বের দরবারে তুলে ধরতে আমরা সবসময় কাজ করে যাবো।আগামী বছরেও শিক্ষার্থীদের ৫০ লক্ষ টাকা বৃত্তি প্রদানের ইচ্ছা রয়েছে। এছাড়াও অস্বচ্ছল শিক্ষার্থীদের বিষয়েও আমরা আগামী বছর থেকে বৃত্তির ব্যবস্থা করার চেষ্টা করছি। ছাত্রজীবনে র‌্যাগিং, মাদক এবং কোনো ধরণের সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত থাকলে, ঐ ব্যক্তিকে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের তালিকায় প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম,  সংগঠনটির সাবেক সভাপতি প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া এবং বি এন্ড টি গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোখলেছুর রহমান। অনুষ্ঠানে চুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি খান আতাউর রহমান সান্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারাণ সম্পাদক প্রকৌশলী মেজর মো. ফিরোজ খাননুন ফারাজী (অবঃ)।

উল্লেখ্য, ২০০৮ খ্রিষ্টাব্দ থেকে চুয়েট এ্যালামনাই এসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে এককালীন আর্থিক অনুদান এবং সনদ প্রদান করে আসছে।


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে - dainik shiksha ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে ১৮ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ কোটি টাকা সাশ্রয় করেছি : উপাচার্য - dainik shiksha ১৮ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ কোটি টাকা সাশ্রয় করেছি : উপাচার্য উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত - dainik shiksha উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস - dainik shiksha যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি - dainik shiksha এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক - dainik shiksha মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক - dainik shiksha ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি - dainik shiksha প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0034410953521729