ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে উত্তাল বঙ্গোপসাগরে ভাসছেন বরগুনার পাথরঘাটার ১৭ জেলে। গত সোমবার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্ট থেকে দক্ষিণে এফবি মা নামের মাছ ধরা ট্রলারটি বিকল হয়ে যায়। এদিকে লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। তাই দ্রুত জেলেদের উদ্ধার করতে কোস্টগার্ডকে অনুরোধ জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।
জানা গেছে, গত শনিবার বরগুনার পাথরঘাটা থেকে ১৭ জেলে সাগরে মাছ শিকার করতে যান। এর দুইদিন পর ট্রলারটি সুন্দরবনের মান্দারবাড়িয়া থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে পৌঁছালে গত সোমবার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে ওই এলাকায় ট্রলারটি ভাসমান অবস্থায় রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গতকাল বৃহস্পতিবার ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের ভেতরে পৌঁছালে বিষয়টি আমাদের জানান ট্রলারে থাকা জেলেরা। পরে সঙ্গে সঙ্গেই আমরা বিষয়টি কোস্টগার্ডকে জানিয়েছি। তবে এখনো জেলেদের উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। ফলে আমরা দুর্ঘটনার আশঙ্কায় রয়েছি। তাই দ্রুত জেলেদের উদ্ধারের জন্য আমরা কোস্টগার্ডের কাছে অনুরোধ জানিয়েছি।