বিভিন্ন সরকরি কলেজের শিক্ষক পদে কর্মরত ৩০ জন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বাধ্যতামূলক বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণের আদেশ জারি হলেও এ কর্মকর্তারা তাতে অংশগ্রহণ করেননি। তাই তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
রোববার এ ৩০ জন কর্মকর্তাকে পাঠানো শোকজ নোটিশটি প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, শিক্ষা ক্যাডারের ১৯৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য গত ৩ জুলাই এ কর্মকর্তাদের মনোনয়ন দিয়ে আদেশ জারি করেছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কিন্তু তারা প্রশিক্ষণ কোর্সে অংশ নেননি।
গত ১৩ আগস্ট অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক মো. আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আদেশ জারি করা হয়। কিন্তু এ ১৯ জন পুরুষ ও ১১ জন নারী শিক্ষা ক্যাডার কর্মকর্তা এ আদেশ প্রতিপালন করেননি। প্রশিক্ষণে উপস্থিত না হওয়ার বিষয়ে ব্যাখ্যা উপযুক্ত প্রমাণসহ সাত কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য শোকজ নোটিশ পাঠানো কর্মকর্তাদের তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।