দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : দেশের ১৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ লাখ নির্বাচিত বই বিতরণ অনুষ্ঠান আগামীকাল রোববার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। সম্মানিত অতিথি থাকবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি ও টিম লিডার অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও এসইডিপি এর প্রোগ্রাম অর্ডিনেটর আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও এসইডিপি এর ন্যাশনাল প্রোগ্রাম কো- অর্ডিনেটর মোহাম্মদ খালেদ রহীম। সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগাম (এসইডিপি) এর স্ট্রেংদেনিং রিডিং হ্যাভিট অ্যান্ড রিডিং স্কিলস এমাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দেশের ৬৪ জেলার ৩০০ উপজেলায় এসব বই বিতরণ করছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।