টাঙ্গাইলের কালিহাতীতে ৩৪৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রোববার দুপুরে কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন মেসার্স কালিহাতী সুপার এগ্রো ফুডের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার কালিহাতী উপজেলার চরহামজানি গ্রামের মৃত রহিজ উদ্দিন ভূইয়ার ছেলে খাদেমুল ইসলাম (৬০), সিরাজগঞ্জ জেলার চরবনবাড়ীয়া গ্রামের মৃত জয়নুল আবেদীনের ছেলে আব্দুল রশিদ পল্টু (৫০)। এসময় তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৩৪৬ গ্রাম হেরোইন ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সিরাজগঞ্জ র্যাব-১২, সিপিএসসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট বি এন আবুল হাসেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন মেসার্স কালিহাতী সুপার এগ্রো ফুডের সামনে থেকে অভিযান চালিয়ে ৩৪৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরো জানান, এই মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।