মুভইট ফাইল ট্রান্সফার সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দ্য নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন। সম্প্রতি তথ্য চুরির বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে পাঠানো ই-মেইল বার্তায় বিষয়টি জানানো হয়েছে। সংস্থাটি জানায়, হামলায় ৪৫ হাজারের মতো শিক্ষার্থীর তথ্য চুরি হয়েছে। খবর এনগ্যাজেট।
চুরি হওয়া তথ্যের মধ্যে সামাজিক নিরাপত্তা নাম্বার ও জন্ম তারিখ রয়েছে বলে জানানো হয়। শিক্ষা বিভাগ জানায়, কর্মকর্তা ও কর্মচারীদের ফাইলেও হ্যাকাররা প্রবেশ করেছে। তবে এতে কী পরিমাণ শিক্ষক বা ফ্যাকাল্টির তথ্য চুরি হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
সম্প্রতি দেয়া এক বিবৃতিতে শিক্ষক, শিক্ষার্থীসহ সবার তথ্যের সুরক্ষা নিশ্চিত করা অন্যতম প্রধান বিষয় বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন। হামলায় কী ধরনের তথ্য চুরি হয়েছে এবং এতে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি যাচাই করা হচ্ছে।
মুভইট সাইবার আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা বিভাগ অন্যতম। হামলার পেছনে রাশিয়ান সহযোগিতায় পরিচালিত ক্লপ গ্যাংয়ের সম্পৃক্ততার ধারণা করা হচ্ছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।