রোববার (৫ নভেম্বর) ১৭তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, রসায়ন, শারীরিক শিক্ষা ও কলেজ পর্যায়ের সংস্কৃত বিষয়ের ভাইভা অনুষ্ঠিত হবে। এদিন প্রায় চারশ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হবে। এদিন দুই শিফটে তারা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রথম ব্যাচের ও দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দ্বিতীয় ব্যাচের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট আটটি বোর্ড দুই ব্যাচে ভাইভা পরীক্ষায় অংশ নেবেন প্রার্থীরা।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে সব শিক্ষা সনদ ও ট্রান্সক্রিপ্ট, এনআইডি ও অ্যাডমিট কার্ডের মূলকপি ও একসেট ফটোকপি সঙ্গে আনতে হবে।
প্রার্থীদের রোলভিত্তিক গ্রুপ বিন্যাস দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হল।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন।ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।