ইরানের জেহেক এবং হিরমেন্ড শহর দেশটির উষ্ণতম অঞ্চলে পরিণত হয়েছে। এ দুইটি শহরে তাপমাত্রা পৌঁছেছে ৫০ ডিগ্রি সেলসিয়াসে।
সিস্তান-বেলুচিস্তান আবহাওয়া বিভাগের মহাব্যবস্থাপক মুহসিন হায়দারির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ।
হায়দারি বলেন, জেহেক এবং হিরমেন্ড শহরে বাতাসের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা তাদের দেশের সবচেয়ে উষ্ণ অঞ্চলে পরিণত করেছে।
এদিকে, প্রশাসনিক কেন্দ্র জাহিদান শহরে তাপমাত্রা মাপা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস।
হায়দারি বলেন, সোমবার (৩ জুলাই) বাতাসের গতিবেগ বাড়লে তাপমাত্রা কমে আসবে। বাতাসের গতি বাড়ার সঙ্গে সঙ্গে ধূলিঝড়ের গতিও বাড়বে। জনসাধারণকে সতর্ক করা হয়েছে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে।
অপরদিকে, সিস্তান-বেলুচিস্তান দুর্যোগ ব্যবস্থাপনার মহাব্যবস্থাপক মাজিদ মহিব্বি জানান, জাবুল, জেহেক, হামুন, হিরমেন্ড প্রদেশ এবং নিমরুজ শহরে ঝড়ের সূক্ষ্ম ধূলিকণার কারণে এক হাজারেরও বেশি লোককে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তারমধ্যে একজন মারা গেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি