সিরিয়া–তুরস্কে ভূমিকম্প৫৪ দিন পর মাকে ফিরে পেলো শিশুটি

নিজস্ব প্রতিবেদক |

তুরস্কে গত ফেব্রুয়ারি মাসে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছিল ২ মাস বয়সী একটি শিশু। ধারণা করা হয়েছিল, তার মা আর বেঁচে নেই। কিন্তু তুরস্কের পরিবার ও সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, শিশুটির মাকে পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষার পর মায়ের কোল ফিরে পেয়েছে শিশুটি। 

তুরস্কের কর্তৃপক্ষ জানায়, গত ১১ ফেব্রুয়ারি শিশুটিকে হাতায় শহরে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবন থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে উদ্ধারের পর ধ্বংসস্তূপের আশপাশে থাকা মানুষেরা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন। শিশুটির ছবি ও উদ্ধারের খবর অনলাইনে ছড়িয়ে পড়লে বিশ্বের অনেক মানুষ শিশুটির জন্য সহমর্মিতা জানান। অনেকেই তার উদ্ধারের ঘটনাকে অলৌকিক বলে মন্তব্য করেন। তবে গত শনিবার শিশুটির জন্য আরও ভালো খবর দেয় তুরস্কের পরিবার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। আনাদোলু সংবাদ সংস্থা তুরস্কের পরিবার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, বর্তমানে প্রায় চার মাস বয়সী শিশুটি গত শনিবার তার মাকে ফিরে পেয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, শিশুটির নাম ভেতিন বেগডাস। তার মায়ের নাম ইয়াসমিন বেগডাস। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়ার ৫৪ দিন পর মায়ের কোল ফিরে পেল ভেতিন। উদ্ধারের পর তার নাম জানা সম্ভব হয়নি বলে চিকিৎসকেরা তার নাম রেখেছিলেন গাইজেম বা অলৌকিক শিশু। দেশটির পরিবার ও সমাজকল্যাণমন্ত্রী ডেরিয়া ইয়ানিক শিশুটির মাকে খুঁজে পেতে সাহায্য করেন। মা ও শিশুর ডিএনএ পরীক্ষার পর তা মিলে গেলে শিশুটিকে মায়ের কোলে তুলে দেওয়া হয়।

মন্ত্রী ডেরিয়া ইয়ানিক বলেন, ‘বিশ্বের সবচেয়ে অমূল্য কাজগুলোর মধ্যে একটি হলো এক মায়ের কাছে তাঁর সন্তানকে ফিরিয়ে দেওয়া। এই খুশির অংশ হতে পেরে আমাদেরও অনেক ভালো লাগছে।’

ডেরিয়া ইয়ানিক শিশুটির মায়ের কোলে ফিরে যাওয়ার একটি ভিডিও গতকাল টুইট করেন। ভিডিওতে আদানার একটি হাসপাতালে চিকিৎসারত ইয়াসমিনের কাছে ভেতিনকে তুলে দিতে দেখা যায়। এত দিন শিশুটি আঙ্কারার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মন্ত্রী ডেরিন বলেন, ‘ভেতিন আমাদেরও সন্তান। শিশুটিকে সব সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তা করা হবে।’

আনাদোলু জানায়, তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে যে ৫০ হাজার মানুষ নিহত হয়েছে, তার মধ্যে শিশুটির বাবা ও দুই ভাইও রয়েছেন। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসের ওই ভূমিকম্পে তুরস্কে ৪৪ হাজার মানুষ নিহত হন। এ ছাড়া ২ কোটি মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ - dainik shiksha শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ শিক্ষা ক্যাডারে অধ্যাপক হচ্ছেন যারা - dainik shiksha শিক্ষা ক্যাডারে অধ্যাপক হচ্ছেন যারা ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের - dainik shiksha ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের মসজিদ ইবাদাতের পাশাপাশি জ্ঞানচর্চারও একটি কেন্দ্র হতে পারে: ঢাবি উপাচার্য - dainik shiksha মসজিদ ইবাদাতের পাশাপাশি জ্ঞানচর্চারও একটি কেন্দ্র হতে পারে: ঢাবি উপাচার্য ঢাকা বোর্ডের পরিদর্শক আবুল মনছুর ভূঁঞার ঘুষ বাণিজ্য - dainik shiksha ঢাকা বোর্ডের পরিদর্শক আবুল মনছুর ভূঁঞার ঘুষ বাণিজ্য দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! - dainik shiksha দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের - dainik shiksha ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি - dainik shiksha ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী - dainik shiksha ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.002647876739502