সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেসমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় ভোকেশনাল কোর্স চালু হওয়া ৮৯টি মাদরাসার ট্রেড ইন্সট্রাক্টরের দুইটি ও ল্যাব অ্যাসিস্ট্যান্টের দুইটি পদ জনবল কাঠামোতে অনুমোদন দেয়া হয়েছে। গত ৪ এপ্রিল এ পদগুলো অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে।
উপসচিব হাছিনা আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সেসিপের আওতায় ভোকেশনাল কোর্স চালু হওয়া ৮৯টি মাদরাসার ট্রেড ইন্সট্রাক্টরের দুইটি ও ল্যাব অ্যাসিস্ট্যান্টের দুইটি পদ কেবল ওই মাদরাসাগুলোর জনবল কাঠামোতে অনুমোদন করা হলো।
চারটি নতুন পদ অনুমোদন পাওয়া মাদরাসাগুলোর তালিকা দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।