১৫ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত কোন পরিদর্শন আয়োজন করতে পারবেন না প্রাথমিকের মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা। এ সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বিভাগীয় অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস, পিটিআইসহ মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা কোনো সেমিনার, প্রশিক্ষণ বা ওয়ার্কশপে যোগ দিতে পারবেন না। ৩০ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং ১ জানুয়ারির বই বিতরণ উৎসবের পাঠ্যবই গ্রহণ ও বিতরণ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে এ নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর ও ১ জানুয়ারি সারাদেশে একযোগে যথাক্রমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং বই গ্রহণ ও বিতরণ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জরুরী দায়িত্বে নিয়োজিত থাকবেন। তাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ে ১৫ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত স্ব স্ব দপ্তর বা দপ্তরের বাইরে কোন ধরণের ওয়ার্কশপ, সেমিনার, পরিদর্শন বা প্রশিক্ষণ আয়োজন করা যাবেনা।
এসব কাজ শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ওয়ার্কশপ, সেমিনার, প্রশিক্ষণ বা পরিদর্শন কাজে দায়িত্ব দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে বলেও জানিয়েছেন অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।