৯ জানুয়ারির প্রশ্ন দেয়া হলো বৃহস্পতিবারের অনার্স পরীক্ষায়!

কুড়িগ্রাম প্রতিনিধি |

কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষায় ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য একই বিষয়ে প্রশ্ন পরীক্ষার প্রশ্ন সরবরাহ করে শুরু করা হয় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ওই কেন্দ্র অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় এ ঘটনা ঘটে। 

পরীক্ষা শুরুর পর বিষয়টি বুঝতে পেরে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র ফেরত নিয়ে পুনরায় সঠিক প্রশ্নে এনে পরীক্ষা নেয়া হয়। এতে পরীক্ষা নিতে কিছুটা সময় লেগেছে। একাধিক পরীক্ষার্থী, শিক্ষক ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

তবে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালামের দাবি, এ ধরণের ঘটনা ঘটেনি। কিছু প্রশ্নপত্র ঘাটতি থাকায় ওই বিষয়ের পরীক্ষা দেরিতে শুরু হয়েছে।

মজিদা আদার্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে কুড়িগ্রাম সরকারি কলেজে (কলেজ কোড: ৩০১৩) অনার্স দ্বিতীয় বর্ষের কয়েকটি বিষয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন। বেলা সাড়ে ১২ টায় পরীক্ষা শুরু হয়। তবে প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের (বিষয় কোড: ২২১৬০১)  পরীক্ষা বিলম্বে শুরু করে অতিরিক্ত সময় দিয়ে শেষ করা হয়। বিকেল ৫ টায় তাদের পরীক্ষা শেষ হয়।

মজিদা আদর্শ ডিগ্রি কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বৃহস্পতিবার ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রের জায়গায় একই বিষয়ের আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য পত্রের প্রশ্নপত্রের প্যাকেট খুলে কেন্দ্রের প্রতিটি কক্ষে পাঠানো হয়েছিলো। পরে বিষয়টি বুঝতে পেরে আবার ট্রেজারি থেকে সঠিক প্রশ্নপত্র নিয়ে এসে পরীক্ষা নেয়া হয়েছে। তবে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে দেয়া হয়েছিলো কি না, তা নিশ্চিত করতে পারেননি এই শিক্ষক।

আরেক শিক্ষক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, যে শিক্ষকরা ট্রেজারি থেকে প্রশ্ন নিয়ে এসেছেন তারা দায়িত্বে অবহেলা করেছেন। বিষয় কোড অনুযায়ী প্রশ্নপত্র এনে অধ্যক্ষের সামনে বিষয় কোড মিলিয়ে প্রশ্নপত্র খোলার নিয়ম। কিন্তু কোড না মিলিয়ে প্রশ্নপত্রের প্যাকেট খুলে তা রুমে রুমে পাঠানো হয়েছিলো। পরে আবারও ট্রেজারি থেকে সঠিক প্রশ্নপত্র নিয়ে এসে পরীক্ষা নেয়া হয়েছে।

ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক পরীক্ষার্থী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষার্থীদের প্রথমে প্রশ্নপত্র দিয়ে পরে তুলে নেয়া হয়েছে। প্রায় ২৫-৩০ মিনিট পর আবার তাদের পরীক্ষা শুরু হয়েছে।

বিকেল ৫ টায় পরীক্ষা শেষ হওয়ার পর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা হলে তারা দৈনিক শিক্ষাডটকমকে জানান, তাদের হাতে প্রশ্নপত্র দেয়া হয়নি। তবে প্রতিটি কক্ষে পরের দিনের প্রশ্নপত্র দেয়া হয়েছিলো।

শাহীনুর আলম নামে এক পরীক্ষার্থী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কক্ষে প্রশ্নপত্র আনার পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আমাদেরকে বিষয় কোড জিজ্ঞাসা করেন। কক্ষে আসা প্রশ্নপত্রের বিষয় কোডের সঙ্গে আমাদের বিষয় কোড না মেলায় ওই শিক্ষক বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে ৩০ মিনিট পরে আমাদেরকে সঠিক প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া হয়। এটা অবশ্যই সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা। তাদের খামখেয়ালির জন্য আমাদেরকে  বিড়ম্বনার শিকার হতে হয়েছে। এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অভিযোগের সত্যতা রয়েছে। একবার প্রশ্নপত্রের খাম খুললে তা আর বন্ধ করার উপায় নেই। আমরা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করছি। তার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ - dainik shiksha ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর - dainik shiksha শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! - dainik shiksha নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস - dainik shiksha এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.012137174606323