দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৭ হাজারের মতো শিক্ষকের পদ শূন্য রয়েছে। শূন্যপদের তথ্য দেয়ার সময় ২৫ মার্চ পযন্ত বাড়ানো হয়েছে। ৫ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব শূন্য পদ পূরণ করা হবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) শূন্য পদের এ সংখ্যা জানিয়েছে টেলিটক।
এনটিআরসিএর একজন সদস্য বৃহস্পতিবার জানিয়েছেন, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ শূন্য রয়েছে মাদরাসায়।
তিনি বলেন, ৯৬ হাজার ৮০৬টি পদের মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদরাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে।
জানা গেছে, চলতি মার্চ মাসের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ। এজন্য দ্রুত গতিতে সব কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে সংস্থাটি। ইতোমধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। আগামী ২৫ মার্চ পর্যন্ত শূন্য পদের তথ্য সংশোধন করা যাবে।
একজম কর্মকর্তা বলেন, শূন্য পদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া শেষ হয়েছে। আশা করছি চলতি মাসের শেষ দিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।
এর আগে গত ২৯ ফেব্রুয়ারি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয়।
প্রসঙ্গত, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে প্রতিবছর একাধিক গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে এনটিআরসিএ’র। এজন্য বছরে একাধিকবার শূন্য পদের তথ্যও সংগ্রহ করা হবে।