নওগাঁ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জেলার শহিদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে ও আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। এবং শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে।
গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য জনগণের নাগালের মধ্যে রাখতে গত অক্টোবর মাসে এ জেলায় ১৯টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক গনসংযোগ করা হয়। জেলার ১১টি উপজেলা এবং তিনটি পৌরসভাতেই এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বাজার ও চালকল ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০, পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় নিষিদ্ধ পলিথিন ব্যাবহারের জন্য মোট ১৭টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
শহরের যানজট নিয়ন্ত্রণে অনিবন্ধিত অটোরিক্সা ও থ্রি হুইলার পৌরসভার মাধ্যমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা ও থ্রি হইলার শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন, জেলায় বিভিন্ন সময়ে রাজনৈতিক কারনে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের বিষয়ে গঠিত কমিটির সভা আয়োজন ও গণবিজ্ঞপ্তি জারি করাসহ এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।