প্রতারক চক্রের হাতে প্রতারিত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক বিকাশ ব্যবসায়ী। মৃত্যুর আগে ওই ব্যবসায়ী একটি চিরকুট লিখে গেছেন। যেখানে তিনি প্রতারিত হওয়ার কথা লিখে গেছেন।
রোববার (৩০ জুলাই) রাতে রাজশাহীর বাগমারা উপজেলার ভটখালী চন্দ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিকাশ ব্যবসায়ীর নাম- আলমগীর হোসেন। আলমগীর হোসেন চন্দ্রপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে। আলমগীর বিকাশের মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট হিসেবে একটি দোকান চালাতেন।
জানা যায়, গত শুক্রবার গ্রামের দুবাই প্রবাসী শ্রমিক আবদুস সালাম বিকাশের এজেন্ট আলমগীরের কাছে ৮২ হাজার টাকা পাঠান। এ ছাড়া ব্যবসায়িক কারণে তার বিকাশ অ্যাকাউন্টে আরও টাকা ছিল। সব টাকাই হাতিয়ে নেয় প্রতারক চক্র। এতে আলমগীর মানসিকভাবে ভেঙে পড়েন। টাকা হারানোর কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আলমগীরের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে সে বিকাশে প্রতারিত হওয়ার কথা লিখে গেছে। ধারণা করা হচ্ছে সে কারও সাথে তার বিকাশের পিন নম্বর শেয়ার করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তার বাবা একটি অপমৃত্যু মামলা করেছে। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে