‘এমএফ-সিআইবি মাইলফলক বিবেচিত হবে’

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক বাস্তবায়নাধীন মাইক্রোফিন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (এমএফ-সিআইবি) যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আব্দুর রউফ তালুকদার প্রধান অতিথি এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বিশেষ অতিথি ছিলেন। 

এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থা, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ নির্বাচন কমিশন, পিকেএসএফ, সরকারি-বেসরকারি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও কর্মকর্তা, ক্ষুদ্রঋণ খাতের নেটওয়ার্কিং এজেন্সি এবং এমআরএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এমআরএ কর্তৃক এ ব্যুরোর প্রয়োজনীয়তা, দারিদ্র্য দূরীকরণ ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্র বিস্তৃতকরণ এবং দেশের সামষ্টিক অর্থনীতির প্রবৃদ্ধিতে এমন পদক্ষেপ মাইলফলক হিসেবে বিবেচিত হবে মর্মে আশা ব্যক্ত করেন। 

শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, এমএফ-সিআইবি বাস্তবায়নের ফলে একটি রেগুলেটরি কর্তৃপক্ষ হিসেবে এমআরএ প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একধাপ এগিয়ে গেলো। চতুর্থ শিল্প বিপ্লব এবং তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকেও নিজের সেবা এবং কার্যক্রমকে জনগণের চাহিদার সঙ্গে খাপ-খাপিয়ে অটোমেটেড এবং ডিজিটালাইশন করা গুরুত্বপূর্ণ। 

এমআরএর’র নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, আর্থিক খাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিতে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে দ্রুততম সময়ে সরকারি সেবা গ্রাহকের কাছে পৌঁছে দেয়া যাবে। 

ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান তথা ক্ষুদ্রঋণ খাতের নেতারা জানান, এমএফ-সিআইবি’র মাধ্যমে আজকে ক্ষুদ্রঋণ খাত এক অনন্য উচ্চতায় এগিয়ে গেলো। তারা এতে সন্তোষ প্রকাশ করেন এবং এর যথাযথ সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিতকরণের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে টেকসই জনবান্ধব ক্ষুদ্রঋণ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এমআরএ প্রতিষ্ঠা করা হয়।


পাঠকের মন্তব্য দেখুন
পাঠ্যবইয়ের কাগজের বার্স্টিং ফ্যাক্টর কমানোর ধান্দায় মুদ্রাকররা - dainik shiksha পাঠ্যবইয়ের কাগজের বার্স্টিং ফ্যাক্টর কমানোর ধান্দায় মুদ্রাকররা বুনিয়াদি প্রশিক্ষণ না পাওয়া শিক্ষকদের তথ্য আহ্বান - dainik shiksha বুনিয়াদি প্রশিক্ষণ না পাওয়া শিক্ষকদের তথ্য আহ্বান কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহে ফের ই-রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহে ফের ই-রেজিস্ট্রেশনের সুযোগ ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম - dainik shiksha ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম এসব কিন্তু শিক্ষার্থীদের কাজ নয় - dainik shiksha এসব কিন্তু শিক্ষার্থীদের কাজ নয় প্রাথমিকের দুই ফুটবল টুর্নামেন্টের নাম বদলে গেলো - dainik shiksha প্রাথমিকের দুই ফুটবল টুর্নামেন্টের নাম বদলে গেলো please click here to view dainikshiksha website Execution time: 0.0028359889984131