‘কোটি টাকা লাগলে দিব আমার কমিটি লাগবে’

খুলনা প্রতিনিধি |

টাকার বিনিময়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কুয়েট ছাত্রলীগের নতুন সভাপতি রুদ্রনীল সিংহ শুভর একটি অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ায় এই অভিযোগ ওঠে। 

৪০ সেকেন্ডের ওই অডিও রেকর্ডে শুভকে বলতে শোনা যায়, ‘যা লাগবে তা-ই দিব, আমার কমিটি লাগবে। কমিটি হওয়ার যেদিন সাইন হবে, তার এক-দুই দিন আগে একটা বড় অ্যামাউন্টের টাকা লাগবে। মামার কাছে কিছু আছে। তহন আরও কিছু যদি দরকার হয়, সেডা আপনারে বললাম। চেক দিল, আপনি দিয়ে দিলেন। এইডা তো এনশিওর করা দরকার।’ 

শুভ কার সঙ্গে কথা বলছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁকে বলতে শোনা যায়, ‘... যা লাগবে আমি তা-ই দিব, কিন্তু আমার কমিটি লাগবে। আমার কথা হচ্ছে, এহন যদি ১ কোটি টাকা লাগে, আমি ১ কোটি টাকা দিব। আমার কমিটি লাগবে।’

নতুন সভাপতি আরও বলেন, ‘১০ হাজার হোক ২০ হাজার হোক আপনি কালকে দেন। বাকিটা আপনি আমারে রবিবার পাঠায় দেন। নিজের হিসাব মিলিয়ে যেভাবে হোক কুয়েট ছাত্রলীগ কমিটিতে থাকতে হবে।’ 

এ বিষয়ে নতুন সভাপতি রুদ্রনীল সিংহ শুভ বলেন, ‘এই রেকর্ডটি পুরো গায়েবি। টেম্পারিং করে তৈরি করা। আমিও শুনেছি, ভয়েস কেটে কেটে কয়েকটা ভয়েস অ্যাড করে তৈরি করা। ওইটা আমার না। যেসব অভিযোগ শোনা গেছে, সেগুলো সত্যি নয়।’

তবে কুয়েট ছাত্রলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করে নিশ্চিত করেন যে ফাঁস হওয়া অডিও রেকর্ডটি রুদ্রনীল শুভর।

১০ অক্টোবর কুয়েটে ছয় সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে রুদ্রনীল সিংহ শুভকে সভাপতি এবং রাগিব আহসান মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া তরিকুল ইসলাম তিলককে সহসভাপতি, এ কে এম নিবিড় রেজাকে সাধারণ সম্পাদক, গোলাম রাব্বি সিয়ামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাগীব আহসান মুন্না ও সুজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এদিকে শিক্ষকের মৃত্যুতে দণ্ডপ্রাপ্তরা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে আসায় হতাশ কুয়েটের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক মৃত্যুর ঘটনার আগেও দুই দফা রুদ্রনীল সিংহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল বিশ্ববিদ্যালয় ও হল কর্তৃপক্ষ। র‍্যাগিং ও হলে ভাঙচুরের অভিযোগে ২০১৬ খ্রিষ্টাব্দে রুদ্রকে এক টার্ম পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। ওই বছরই টেন্ডার দখল করতে গিয়ে আহত হন তিনি। এ ঘটনায় হল থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছিল।

এ ছাড়া নতুন কমিটির সভাপতি রুদ্রনীল সিংহ শুভ ও সাধারণ সম্পাদক এ কে এম নিবিড় রেজার বিরুদ্ধে কুয়েটসংলগ্ন যোগীপোল ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করার অভিযোগ ছিল। এ ঘটনায় ২০২১ খ্রিষ্টাব্দে রুদ্রনীল সিংহ ও নিবিড় রেজার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার চিঠি দিয়েছিলেন নৌকা প্রতীকের প্রার্থী ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রুদ্রনীল সিংহ শুভ ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক ২০১৪-১৫ এবং সাংগঠনিক সম্পাদক ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী।


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে - dainik shiksha ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে ১৮ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ কোটি টাকা সাশ্রয় করেছি : উপাচার্য - dainik shiksha ১৮ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ কোটি টাকা সাশ্রয় করেছি : উপাচার্য উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত - dainik shiksha উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস - dainik shiksha যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি - dainik shiksha এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক - dainik shiksha মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক - dainik shiksha ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি - dainik shiksha প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0023939609527588