পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পণ্যের ঘাটতি নেই বাজারে, তারপরও অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনগণ সিন্ডিকেট গড়ে তুললে বিপদে পড়বেন তারাই।
সোমবার (১১ মার্চ) নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের ঘাটতি নেই বাজারে, তারপরেও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে। সরকার দাম নিয়ন্ত্রণে সচেষ্ট। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনগণ সিন্ডিকেট গড়ে তুললে বিপদে পড়বেন তারাই।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক সামনের দিনে আরও সুদৃঢ হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
এরইমধ্যে পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বগ্রহণের পর বেশ কয়েকটি দেশ সফর করেন ড. হাছান।
সম্প্রতি বাণিজ্য, বিনিয়োগ বাংলাদেশে বাড়ানোসহ ৯টি নির্দেশনা দিয়ে ৮১টি মিশন প্রধানকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও বাংলাদেশি কূটনীতিকদের বেতন হালনাগাদ করার কথা ভাবছে সরকার বলেও জানান মন্ত্রী।