দৈনিক শিক্ষাডটকম, জয়পুরহাট : চিকিৎসকদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেছেন, হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব পালন শেষ না করে ক্লিনিকে গিয়ে রোগী দেখেন কোনো কোনো চিকিৎসক। এটা করবেন না, তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে। চিকিৎসকরা অনেক আন্তরিকভাবে রোগীদের সেবা দিয়ে থাকেন। দু-একজন ব্যতিক্রম চিকিৎসকের জন্য চিকিৎসক সমাজের বদনাম হয়। হাসপাতালে কর্মরত চিকিৎসক নার্সকে রোগীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে।
মেডিক্যাল কলেজ প্রসঙ্গে তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক বাড়াতে হবে, তা না করে শুধু মেডিক্যাল কলেজ খুললে হবে না। মেডিক্যাল কলেজের জন্য কিছু বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন, যারা পড়াতে পারবে। চিকিৎসক-নার্সদের পড়াশোনা করার জন্য হাসপাতালে লাইব্রেরি গড়ে তুলতে হবে।
শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা কমিটির আয়োজনে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, সরকার চিকিৎসক ও রোগীদের জন্য স্বাস্থ্যসুরক্ষা আইন করতে যাচ্ছে, তা নিয়ে কাজ করছে। ঈদের পরে ঝটিকা অভিযানে নামা হবে। যেখানে অনিয়ম, অব্যবস্থাপনা ও ক্রটি পাওয়া যাবে সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি জয়পুরহাট নাসিং ইন্সটিটিউটকে নাসিং কলেজ কারার জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
জয়পুরহাটে মেডিক্যাল কলেজ স্থাপন, ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক নার্স ও কর্মচারীসহ জনবল নিয়োগের দাবি জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চিকিৎসক ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।