ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। প্রশ্নফাঁসের গুজব প্রসঙ্গে তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর থেকে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কর্মকর্তা, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, প্রক্টর অফিস, সরকারের গোয়েন্দা সংস্থা, সবার সম্মিলিত প্রয়াসে যেভাবে ব্যবস্থা নেয়া হয়েছে তাতে প্রশ্নফাঁসের সুযোগ নেই। গত কয়েক বছরে এমন (প্রশ্নফাঁসের) খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যারা প্রশ্নফাঁসের সঙ্গে যুক্ত ছিলো, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। ফলে আজকে আমরা এ অবস্থাতে আসতে পেরেছি।
ঘূর্ণিঝড় মোকার কারণে ঢাবির ভর্তি পরীক্ষা পেছানো হবে কি-না জানতে চাইলে তিনি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ঘূর্ণিঝড় মোকা কক্সবাজার ও আশপাশ এলাকায় আঘাত রোববার আঘাত হানার কথা রয়েছে। তাই আমাদের ভর্তি পরীক্ষা যথারীতিতে অনুষ্ঠিত হবে।
এর আগে বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় শহরে এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে বিজ্ঞান অনুষদে ১ লাখ ২৭ হাজার ৭৫ টি আবেদন পড়েছে। সেই হিসেবে প্রতি আসনে লড়বেন প্রায় ৬৯ জন ভর্তিচ্ছু।