ভারতের পশ্চিমবঙ্গে জ্যোতি গর্গ নামে এক মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে জোকার ইসিআইসি হাসপাতালের হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতি গর্গ মেডিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে হোস্টেলে তার ঝুলন্ত লাশ দেখতে অন্য ছাত্রীরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ইসিআইসি হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হোস্টেলের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে পড়াশোনার চাপকেই দায়ী করেছেন ২২ বছরের এই ছাত্রী। তবে সুইসাইড নোটটি তার কিনা জানা যায়নি। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।
ঠাকুরপুকুর থানার পুলিশের একজন কর্মকর্তা জানান, আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুইসাইড নোটটি ওই ছাত্রী কিনা খতিয়ে দেখা হচ্ছে।