‘শিক্ষকরা নিজেরাই নতুন কারিকুলাম বুঝেন না বলে অভিযোগ তুলেছেন পিরোজপুর ৩ আসনে সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা ডা. রুস্তুম আলী ফরাজী। কারিকুলাম বুঝতে না পেরে শিক্ষকরাই এটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
গতকাল রোববার বিকেলে জাতীয় সংসদের ২৫তম অধিবেশনে দুই পাবলিক বিশ্ববিদ্যালয় বিলের আলোচনায় তিনি এ অভিযোগ তোলেন। এতে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এমপি রুস্তম আলী ফরাজী বলেন, নতুন শিক্ষাক্রম অত্যন্ত ভালো। উন্নত দেশগুলোতে এ ধরণের কারিকুলাম চলে, এটা ঠিক। আমার দেশেতো শিক্ষকরাই জানেন না। যারা পড়াবে তারা কি করে শিখবে। তারা মিসলিড করছেন, মিসআন্ডারস্ট্যান্ড করছেন। আমি মনে করি প্রশিক্ষণের দরকার।
বক্তব্যের এ পর্যায়ে তিনি উপজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্থাপনের দাবি জানান। তিনি বলেন, কারিকুলাম যদি নতুন হয় তখন অবশ্যই শিক্ষকদের ভালো করে ট্রেনিং দিতে হবে। কিন্তু সে ধরণের অবকাঠামো বা বাজেট নেই।
তিনি বলেন, বিশ্বমানের শিক্ষায় শিক্ষকদের উৎকর্ষতা সাধন করতে হবে। নিজে জ্ঞান লব্ধ করতে হবে, সেটি প্রয়োগ করতে হবে। কিন্তু কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। শিক্ষকরা বুঝতেই পারেন না কি করতে হবে। তারা এক জায়গায় বসে অবস্থান ধর্মঘট শুরু করেন। তাই নতুন কারিকুলাম নিয়ে শিক্ষক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার দাবি জানান তিনি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।