‘শিশুদের মানসিক চাপ দেয়া থেকে বিরত থাকতে হবে’

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : ‘সুস্থ দেহে সুন্দর মন/ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ প্রতিপাদ্যকে ধারণ করে কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে স্কুল সংলগ্ন শেখ রাসেল শিশুপার্কে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিশুদের হাতে পুরস্কার তুলে দেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। 

স্কুল ম্যানেজিং কমিটির সদস্য-সচিব নগরবাসী বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আজকে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমার স্নেহ ও শুভকামনা জানাই। যারা পুরস্কার পায়নি তাদেরও মন খারাপ করার কিছু নেই। খেলাধুলোতে অংশগ্রহণটাই মূল কথা। আমাদের সন্তানরা অত্যন্ত প্রিয়। তাদেরকে আমরা ভালোবাসবো। তাদেরকে যেন মানসিক চাপ আমরা না দেই। 

শেখ রাসেল শিশুপার্কের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে শিক্ষক-অভিভাবক ও শিশুদের পরামর্শ দিয়ে প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, এই শেখ রাসেল শিশুপার্কের সর্বোচ্চ ব্যবহার শিশুদের করতে হবে। এখানে তোমরা দৌড়াদোড়ি করবে, স্থাপিত রাইডগুলো ব্যবহার করবে। ঘরে পড়াশোনা করবে, এখানে এসে খেলবে। পার্কের মুক্তমঞ্চে ছেলেমেয়েদেরকে দিয়ে ছোট ছোট অনুষ্ঠান করাবেন। কবিতা, গান, কৌতুকের অনুষ্ঠান করা যেতে পারে। পার্কের নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সকলের সহযোগিতায় একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মরত ও বসবাসকারী নারীরা এখানে একটি ‘লেডিস ক্লাব’ তৈরি করতে পারেন। তাহলে আপনারা নিজেদের মধ্যে ক্লাবের কাজকর্মে যুক্ত হয়ে আলাদা জগতে প্রবেশ করতে পারবেন।

অচিরেই নজরুল বিশ্ববিদ্যালয়ে একটি ‘ডে কেয়ার সেন্টার’ তৈরি করা হবে বলে ঘোষণা দেন উপাচার্য। তিনি বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ ভবন করা হচ্ছে। এই ভবন করার সাথে সাথে এখানে একটি ‘ডে কেয়ার সেন্টার’ করবো। এটি আমাদের খুব প্রয়োজন।


পাঠকের মন্তব্য দেখুন
এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি - dainik shiksha এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! জাল সনদে চাকরি, লাইব্রেরিয়ানকে তলব - dainik shiksha জাল সনদে চাকরি, লাইব্রেরিয়ানকে তলব শিক্ষার মানোন্নয়নে সরকারের নতুন পদক্ষেপ - dainik shiksha শিক্ষার মানোন্নয়নে সরকারের নতুন পদক্ষেপ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ - dainik shiksha প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস - dainik shiksha এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0052108764648438