দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে চার মূলনীতির পথে আমরা হাঁটছি।
গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘তিনি ফিরে এসেছিলেন বলেই’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন উপাচার্য।
উপাচার্য বলেন, তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম আগামী দিনে বিশ্বে নেতৃত্ব দেবেন মানবিকতার সঙ্গে সেই পথে হাঁটছি। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ফিরে এসেছে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা। বঙ্গবন্ধু কন্যার প্রত্যাবর্তন ছিলো একটি জাগরণ।
জাতীয় বিশ্ববিদ্যালয়র উপাচার্য মশিউর রহমান আরো বলেন, তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম আগামী দিনে বিশ্বে নেতৃত্ব দেবে মানবিকতার সঙ্গে সেই পথে হাঁটছি।
ভেবে দেখুন ১৯৭৫ খি্রষ্টাব্দে ১৫ আগস্ট হত্যাকাণ্ডে জেনারেল জিয়ার যেমন হাত ছিল ঠিক একইভাবে শেখ হাসিনা যখন একের পর এক দুর্দমনীয় গতিতে কাজ করে যাচ্ছিলেন আবার সেই ২১ আগস্টে তারই সন্তান আরেকটি দিন বেছে নিয়েছিল শেখ হাসিনাকে হত্যার জন্য।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।
জগন্নাথ বিশ্ববিদ্যায়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম পরিচালক, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সহসভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী প্রমুখ।