ভারতের মধ্যপ্রদেশের বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষকরা মদ খেয়ে ক্লাসে যেতেন। এমন অভিযোগ বহুদিন ধরেই। এ নিয়ে এবার একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, মধ্যপ্রদেশের বিভিন্ন সরকারি স্কুলের অন্তত ১৫ শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে যেতেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ ঘটনায় সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন স্কুলে। ব্লক এডুকেশন অফিসার (বিইও) এইচএস হাশ্রামের কাছ থেকে এই চিঠি আসে। তাতে বলা হয়, মেহাদওয়ানি এলাকায় বিভিন্ন স্কুলে এই ঘটনা ঘটছে।
এমনকি একটি স্কুলের এক শিক্ষার্থীরাও এমন কথা বলছে। তাদের দাবি, এক শিক্ষক স্কুলে খুব একটা আসেন না। আর যখন আসেন তখন মদ্যপ অবস্থায় থাকেন। ১-২ ঘণ্টা থেকে এরপর চলে যান।
এসব শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন ব্লক এডুকেশন অফিসার (বিইও) এইচএস হাশ্রাম।