সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছে।
মঙ্গলবার (২ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাবি আদায়ে অবস্থান করেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার (১ জুলাই) থেকে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ সর্বাত্মক কর্মবিরতি শুরু হয়।
এ সময় ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধ্যাপক ড. এম নাসির উদ্দিন মুন্সি বলেন, সোমবার থেকে আন্দোলন কর্মসূচি চলছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে। এ ‘প্রত্যয়’ স্কিমের মাধ্যমে আমাদের অধিকার খর্ব করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ ছিলো সেটিও ৬০ করা হয়েছে। কী কারণে এটা করা হলো আমরা জানি না। প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন এবং অনতিবিলম্বে এর সমাধান দেবেন বলে আশা করছি। আমাদের কাজ শিক্ষার্থীদের পড়ানো, পরীক্ষা নেয়া এবং গবেষণা করা, কিন্তু বাধ্য হয়ে আজ এখানে আসতে হয়েছে, যোগ করেন তিনি।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ একটি প্রজ্ঞাপনে জানানো হয়, সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গ-প্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের ১ জুলাই ও তার পরে নতুন যোগদান করবেন, তাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের অন্তর্ভুক্ত করবে সরকার।