‘আগুনে পুড়ে স্বপ্ন কয়লা হয়ে গেছে। আশা ছিলো এবারের ঈদে বিক্রিতে অনেক লাভ করবো, কিন্তু তা আর সইলো না।’
আগুন নেভানো দেখতে দেখতে দূরে দাঁড়িয়ে এভাবেই আক্ষেপ করছিলেন কাপড় ব্যবসায়ী মাসুদ মিয়া।
মাসুদ মিয়া দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সব মিলিয়ে ২০-২৫ লাখ টাকার মাল হবে। সব শেষ, যেগুলো একটু ভালো ছিলো, দেখি মানুষে কুড়িয়ে নিচ্ছে। বলছি অন্যের মাল কেনো নিচ্ছেন, উত্তর না দিয়ে চলে গেলো। যতটুকু উদ্ধার করতে পেরেছি নিয়েছি। তবে অনেক ক্ষতি হয়ে গেলো আমার।
শুধু মাসুদ নন, রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই চাপা কান্না নিয়ে আক্ষেপের কথা বলছেন।
হাবিব ফ্যাশন ও মায়ের দোয়ার দোকানদার আবুল হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমার ১০-১৫ লাখ টাকার মত মাল পুড়েছে। অনেক ক্ষতি হয়ে গেল। হয়তো আগুন নিয়ন্ত্রণে এলে এতো মাল পুড়তো না। হাজার হাজার উৎসুক লোকজনের এসে ফায়ার সার্ভিসের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। অনেক দেরি হওয়ায় নিমিষেই পুড়ে ছাই হয়ে গেলো সব।
ভোর ছয়টার দিকে নজরে আসার দীর্ঘ ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর মধ্যে বঙ্গবাজার থেকে আশপাশের আরো চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম গণমাধ্যমে বলেন, বঙ্গবাজারের আগুন ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ করছেন।
আগুন নিয়ন্ত্রণে আসার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি জানান, উৎসুক জনতার ভিড়ের কারণে রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিটের প্রচেষ্টায় প্রায় সাত ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রসঙ্গত, ভোরে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।