ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, মেধাকেই সবাই বেশি মূল্যায়ন করতে চায়। প্রতিযোগিতায় টিকে থাকতে, ভালো কাজ করতে মেধা অবশ্যই জরুরি। মেধার বিপক্ষে কথা বলা কোনোভাবেই সম্ভব নয়। একই সময়ে যারা খুবই পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, তাদের জন্যও ব্যবস্থা রাখতে হবে। ১০ শতাংশ কোটার দাবিটিকে আমি ইতিবাচকভাবে দেখছি। । তিনি বলেন, চাকরিপ্রার্থীদেরকে জাতীয়ভাবে প্রতিযোগিতার পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতির সঙ্গেও পাল্লা দিতে হয়। স্বাভাবিকভাবেই এটি করতে গেলে মেধার মূল্যায়ন বেশি করতে হবে । শনিবার (৬ জুলাই) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
শুক্রবার (৫ জুলাই) প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন । এস এম এ ফায়েজ আরও বলেন, পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী রয়েছে তাদের আমরা পর্যাপ্ত সুযোগসুবিধা দিতে পারছি না। যার কারণে তারা মেধার স্বাক্ষর রাখতে পারছে না। তাদের এগিয়ে নিতে কিছু কোটার সুবিধা রাখার ব্যবস্থা থাকলে সবাই সাদরে গ্রহণ করবে। পিছিয়ে পড়াদের জন্য কিছু সুযোগসুবিধা দিতে হবে। যাতে তারা মেধার বিকাশ ঘটাতে পারে। যাদের সুযোগ দিতে পারছি না তাদের কথা আলাদা। কিন্তু যাদের কিছু দেওয়ার সুযোগ আছে তারা সেটি গ্রহণ করে প্রতিযোগিতায় টিকে থাকবে। তারা নিজেদেরকে প্রস্তুত করবে, এটিই সবার প্রত্যাশা। অধ্যাপক ফায়েজ বলেন, বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন। আমরা আদালতের প্রতি শ্রদ্ধা এবং আস্থাশীল। আমাদের প্রত্যাশা, আদালত এবং সরকার আন্দোলনকারীদের বক্তব্য যথাযথভাবে মূল্যায়ন করবে। আন্দোলনকারীদের সঙ্গে একই দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানদেরও বক্তব্য রাখতে দেখছি। তারা সবাই মেধার পক্ষে কথা বলেছেন।