নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির মধ্যে ১৯ দিনের ব্যবধানে আবারো বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে জনগণের সঙ্গে নির্দয় আচরণ বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির। তেল,গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বারবার বৃদ্ধি করে জনগণের ওপর নতুন চাপ সৃষ্টি করা থেকে বিরত থেকে ২ বা ১ বছর পর পর স্থায়ী নিয়মে মূল্যবৃদ্ধি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দৈনিক শিক্ষাডটকমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি আরও বলেন, সরকার ১৯ দিন আগে সরাসরি গণশুনানি উপেক্ষা করে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছিলো। একইভাবে তারা বিদ্যুতের দাম আরও ৫ শতাংশ বৃদ্ধি করেছে। আবার বলেছে মাসে মাসে বিদ্যুতের দাম সমন্বয় করবে।
শহিদুল ইসলাম কবির বলেন, পৃথিবীর বুকে দুর্নীতির একটা পরিলেখ আছে, সেই পরিলেখে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন ১৩ নম্বরে ছিলো। সেটা আরও এক ধাপ কমে দেখা গেলো ১২ নম্বর হয়েছে। এতে বুঝা যায় সরকার জনগণের দুর্ভোগ কমানোর পরিবর্তে দুর্ভোগ বৃদ্ধিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তেল, গ্যাস, বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণে তারা ফার্স্ট।
তিনি বলেন, আন্তর্জাতিক হিসেবে দেখা যাচ্ছে দেশে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতি দমন তো দূরের কথা, যারা দুর্নীতি করে তারা সরকারি দল আওয়ামী লীগের সিন্ডিকেট। দুর্নীতি দমন করতে হলে দুর্নীতি দমন কমিশন ও সরকার প্রধানকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এভাবে মূল্যবৃদ্ধি করে মানুষের ওপর নির্দয়ভাবে চাপ সৃষ্টি করে দেশের সমস্যার সমাধান সম্ভব নয়।