বার্সেলোনায় বাংলা স্কুলে পাঠ্যবই বিতরণ

নিজস্ব প্রতিবেদক |

স্পেনের বার্সেলোনায় বাংলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে প্রাথমিক স্তরের বই বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাংলা স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বার্সেলোনার বাংলাদেশ কনস্যুলার অফিসের কনস্যুলেটর সিনিয়র র‍্যামন পেদ্রো বেরনাউস। সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি আলাউদ্দিন হক। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ। উপস্থাপনা করেন ইংরেজি শিক্ষক জাহাঙ্গির আলম।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৮০ জন শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের পাঠ্যবই বিতরণ করা হয়।
দুই পর্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রথমে আলোচনায় অতিথিরা স্কুলের সার্বিক পরিস্থিতি উত্থাপন ও উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান দেন। শরিফুল ইসলাম বলেন, স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীদের বাংলা ভাষা শেখার সঙ্গে সঙ্গে আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে হবে।

তিনি আরও বলেন, পাঠ্যবই শিক্ষার সঙ্গে আমাদের দেশীয় সংগীত, নাটক, শিক্ষামূলক সিনেমাসহ শিল্পকলার সঙ্গে পরিচিত করে তুলতে হবে। এতে করে শিশুরা প্রবাসের মাটিতে আমাদের দেশীয় সংস্কৃতির ধারক ও বাহক হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের উপদেষ্টা মোহাম্মদ আউয়াল ইসলাম ও শাহ আলম স্বাধীন। স্কুলের শিক্ষক ফওজিয়া নজরুল, জিনাত সুলতানা, জাহাঙ্গীর আলম, সায়েমা রুনু, মাসুদা পারভীন, শাহানা ইয়াসমিম, শামসুজ্জামান পাহেল, জান্নাতুল ফেরদাউস, রাজীব হোসেনসহ অভিভাবক ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর সেপ্টেম্বর থেকে শিক্ষা সেশন শুরু হয়ে পরবর্তী বছরের জুলাই মাসে বাংলা স্কুলের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষার্থীদের স্পেনের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ থেকে প্রাথমিক শিক্ষা ও পাঠ্যক্রমের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। প্রবাসে বাংলা ভাষা শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে স্কুলের শিক্ষকেরা বিনা বেতনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা দান করেন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030210018157959