তাপমাত্রা আবারো কমতে পারে

নিজস্ব প্রতিবেদক |

সারাদেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও আগামী দুদিনের মাথায় রাতের তাপমাত্রা আবারো কমতে পারে। আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আরো দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এরপরেই তাপমাত্রা কমতে শুরু করতে পারে।

শনিবার (১৮ জানিুয়ারি) আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান বলেন, গত দুদিন ধরে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। সোমবার রাতের তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ইতোমধ্যে রংপুর বিভাগে হালকা বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়া ও সৈয়দপুরে ১ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, মাঘ মাসে একটানা শৈত্যপ্রবাহ হবে না। একদিন রাতে তাপমাত্রা কমলে পরের দিনই বেড়ে যাবে। জানুয়ারির ২১-২২ তারিখে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখে তাপমাত্রা বাড়লেও ২৪ ও ২৫ জানুয়ারি ফের তাপমাত্রা কমতে পারে। তিনি বলেন, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোনো কোনো জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তবে ঢাকায় আকাশ মেঘলা থাকবে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেটের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয় আবহাওয়া অধিদপ্তর থেকে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়। এর আগের দিন সেখানে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় আজকের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.002788782119751