মাদ্রাসাছাত্রী ধর্ষণ, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি |

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদ্রাসাছাত্রীকে দল বেঁধে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বৃহস্পতিবার তিন ব্যক্তির বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করেছেন। পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।

গ্রেফতার তিনজন হলেন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নজরুল ইসলাম (২৫), তাঁর বড় ভাই বাদল (৩৭) ও একই এলাকার মুছা (২৪)।

মামলার এজাহার ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী তার মায়ের মুঠোফোন নম্বরে ফোন করে জানায়, সে স্থানীয় একটি বাজারে বসে আছে। তার মা সেই বাজারে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান।

ওই ছাত্রীর মা অভিযোগ করে বলেন, ‘মেয়েকে উদ্ধার করার পর জানতে পারি, সাগর পরিচয়ে এক ব্যক্তি আমার মেয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলত। সেদিন মাদ্রাসায় যাওয়ার পথে একটি নির্জন স্থানে আমার মেয়েকে দেখা করতে ডেকে নেয় সাগর। সেখানে গিয়ে দেখতে পায় সাগর নামের ওই ব্যক্তির আসল নাম নজরুল ইসলাম। আমার মেয়ে চলে আসতে চাইলে সেখানেই আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে নজরুল। এ সময় সেখানে হাজির হন নজরুলের বড় ভাই বাদল ও নজরুলের বন্ধু মুছা। তাঁরা আমার মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নজরুলকে সেখান থেকে পাঠিয়ে দেয়। পরে বাদল ও মুছা মিলে আমার মেয়েকে ধর্ষণ করে সেখানে ফেলে রেখে চলে যায়। তারপর থেকে ভয়ে ও লোকলজ্জায় আমার মেয়ে পালিয়ে বেড়াচ্ছিল।’

মামলার তদন্ত কর্মকর্তা আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে অভিযোগ পেয়েই তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছেন। শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0047640800476074