শিক্ষককে কুপিয়ে ‘হত্যার চেষ্টা’

দিনাজপুর প্রতিনিধি |

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাহবুবে আলমকে কুপিয়ে জখম করেছে এক অজ্ঞাত হামলাকারী। হামলায় তার গাড়িচালকও আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে শহরের বালুবাড়ি এলাকায় তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান।

আহত মাহবুবে আলম ও তার গাড়িচালক কামরুজ্জামানকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহবুবে আলম স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বিএমএ-এর সদস্য। 

তবে কে এ হামলা করেছে তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কান্তা রায় রিমি বলেন, স্ত্রীসহ মাহবুবে আলম বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় এক অজ্ঞাত ব্যক্তি ধারলো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।  তাকে বাঁচাতে গিয়ে চালকও হামলার শিকার হন্।

“হামলায় মাথায় গুরুতর জখমসহ বাম হতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।” গাড়িচালক কামরুজ্জামানের মাথায়ও গুরুতর জখম কয়েছে বলে জানান তিনি।

দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, এ ঘটনাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং নির্বাচন বানচাল করা কিংবা যে গোষ্ঠীই এই ঘটনায় জড়িত থাকুক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে, ঘটনার পর রাত ৮টার দিকে হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এক প্রেস ব্রিফিং করেছেন।

তিনি বলেন, “এই হামলার পিছনে বিএনপি-জামায়াতসহ জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে। নৌকার প্রতি জনসমর্থন দেখে ভীত হয়ে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে এমন ঘটনা বেছে নিয়েছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনার কথা শোনার পরপরই আহত চিকিৎসকসহ তার চালকের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বলে ইকবালুর রহিম সাংবাদিকদের জানিয়েছেন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0034308433532715