ডাকসু নির্বাচনসব ছাত্র সংগঠনকে ডেকেছে ঢাবি প্রশাসন

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে চিঠি দিয়ে ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আগামি (১৬ সেপ্টেম্বর) রোববার সকাল সাড়ে ১১ টায় উপাচার্যের কার্যালয় সংলগ্ন একটি কক্ষে সব ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করবে প্রশাসন।

বুধবার ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী স্বাক্ষরিত এই চিঠিগুলো রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদক বরাবর পৌঁছে দেয়া হয়।

রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদকদের নাম উল্লেখ করে পাঠানো এই চিঠিগুলোতে লেখা হয়, "ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের এক সভা আগামি (১৬ সেপ্টেম্বর) রবিবার, সকাল ১১ঃ৩০ টায় প্রশাসনিক ভবনের ভাইস-চ্যান্সেলর অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হবে। মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উক্ত সভায় সভাপতিত্ব করবেন। সার্বিক বিষয় বিবেচনায় শুধুমাত্র ক্রিয়াশীল ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় যোগদানের জন্য আমন্ত্রিত। সভায় উপস্থিত থাকার জন্য আপনাকে অনুরোধ করছি।

চিঠির নিচের অংশে আলোচ্যসূচী হিসেবে লেখা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন প্রসঙ্গ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, আলোচনার জন্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে চিঠি দিয়েছি। হলগুলোতে ভোটার তালিকা হালনাগাদের জন্য কাজ শুরু করেছি। নির্বাচনের সার্বিক দিক নিয়ে আলোচনার জন্যই ছাত্র সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে বসবো।

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হক বলেন, এই পরিবেশে আসলে কিভাবে আলোচনা করা যায়? একদিন ডেকে নিয়ে যদি শুধু আলাপ-আলোচনাই করে তাহলে তো আর হয় না। ডাকসু নির্বাচনের জন্য আগে ক্যাম্পাসে মুক্তমতের পরিবেশ তৈরির দাবি জানাচ্ছি। এই অচলাবস্থার অবসান ঘটিয়ে যদি কার্যকরভাবেই ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি নিশ্চিত করে প্রশাসন, তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবো।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ডাকসু নির্বাচনের জন্য কী কী পলিসি তারা তৈরি করবে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। আমরা বলবো যে, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং তার পূর্বে হলগুলোতে দখলদারিত্ব বন্ধ করা।  কারণ হলগুলোতে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের যে ধরনের দখলদারিত্ব, সেখানে চাইলেও অন্য সংগঠনের নেতাকর্মীরা থাকতে পারে না। জগন্নাথ হলসহ দুয়েকটা হল ছাড়া ক্ষমতাসীনের বাইরে অন্যকোন ছাত্রসংগঠন যে কার্যক্রম চালাবে সে ধরনের পরিস্থিতি বিরাজমান না।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, ডাকসু নির্বাচন নিয়ে দীর্ঘদিন একটি অচলায়তন ছিলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি ভাঙ্গার উদ্যোগ নিয়েছে, আমরা সেটাকে স্বাগত জানাই। সামগ্রিকভাবে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে, তা ব্যবহার করে সকল ছাত্র সংগঠন সম্মিলিতভাবে ডাকসু নির্বাচনের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকে, এ ব্যাপারে যেনো সবাই যার যার সর্বোচ্চ সতর্কতা প্রদর্শন করে এটাই আমাদের প্রত্যাশা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ডাকসু নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করছে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.005220890045166