স্কুলছাত্র হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলাউদ্দিন মাতবর ওরফে অন্তরের (১৪) হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়।

মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১০টায় নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পাগলপাড়া বাজার এলাকায় উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে  অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও অধ্যাপিকা আঞ্জুমান আরা বেগম, নিহতের  মা জান্নাতী বেগম, মিনু বেগম, রাহেলা বেগম প্রমুখ।

বক্তারা অন্তরের প্রকৃত হত্যাকারীদের  অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ জুন বৃহস্পতিবার তারাবি নামাজ পড়তে গিয়ে অপহৃত হয় পাগলপাড়া গ্রামের গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতব্বরের ছেলে অন্তর। এ অপহরণের ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়। অপহরণকারীরা অন্তরের মায়ের কাছে মুক্তিপণ দাবি করলে ১৪ জুন রাতে এক লাখ ৪০ হাজার টাকা নিয়ে মুক্তিপণ দেওয়া হয়। গত বুধবার দুপুরে   ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদেরকে গ্রেফতার করে পুলিশ।

পরে রাত ১২টার দিকে তালমা ইউনিয়নের মানিকদী গ্রামের চকের মধ্যে কাটাখালী খালের পাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় অন্তরের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। অপহরণের আধা ঘণ্টার মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে অন্তরকে হত্যা করে তাকে মাটিতে পুঁতে রাখে হত্যাকারীরা।

অন্তর হত্যা মামলায় পাঁচ আসামি খোকন, সুজন, কামাল, মাহবুব আলম ও জোবায়ের আলমকে গ্রেফতার  করা হয়। আসামিরা গত ২৭ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদেরকে  জেল হাজতে পাঠানো হয়।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0047149658203125