অধ্যক্ষের বিরুদ্ধে দাতা সদস্য নিয়োগে অনিয়মের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি |

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য নিয়োগ নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে দাতা সদস্য নিয়োগ প্রক্রিয়ায় অনৈতিক লেনদেনে আর্থিক লাভবান হয়ে অধ্যক্ষ দাতা সদস্য নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ। ফলে ভাগ্যকুল এলাকায় এ নিয়ে একটি পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

স্থানীয় রফিকুল আলম পাপ্পু সরদার, আজিজুল আকন চঞ্চল, ওহাব সারেং ও গোবিন্দ বর্মণ অভিযোগ করে বলেন, প্রতিবছর বিদ্যালয়ের উন্নয়নের জন্য দাতা সদস্য নিয়োগ হয়। চলতি বছর ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য নিযুক্ত করতে নোটিশ দেওয়া হয়। কিন্তু অধ্যক্ষ মজিবুর রহমান আর্থিকভাবে লাভবান হয়ে নোটিশ বোর্ডে সপ্তাহখানেক নোটিশটি রেখে কৌশলে নোটিশটি সরিয়ে ফেলেন এবং পরে গোপনে দাতা সদস্য নিয়োগ করেন। মাসখানেক নোটিশ থাকার নিয়ম থাকলেও বিদ্যালয়ের নোটিশ বোর্ডে দাতা সদস্য নিয়োগের কোনো নোটিশ ছিল না। ফলে বঞ্চিত হওয়া একাধিক শিক্ষানুরাগী ব্যক্তি দাতা সদস্য নিয়োগের জন্য পুনরায় নোটিশ দেওয়ার আহ্বান জানালেও অধ্যক্ষ কোনো উদ্যোগ নেননি।

স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, দাতা সদস্য হওয়ার জন্য গত ২৯ জুলাই নোটিশ দেন অধ্যক্ষ মজিবুর রহমান। নোটিশে দাতা সদস্য হওয়ার শেষ সময় উল্লেখ করা হয় ৩০ আগস্ট পর্যন্ত। এ বছর আটজন শিক্ষানুরাগী ব্যক্তি দাতা সদস্য হয়েছেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে শিক্ষানুরাগী ব্যক্তিরা জনপ্রতি ২০ হাজার টাকা করে বিদ্যালয়ের তহবিলে জমা দেন। এতে সর্বমোট এক লাখ ৬০ হাজার টাকা তহবিলে জমা হয়েছে। এ বিষয়টি ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মৃত্যুঞ্জয় বর্মণ জানেন না বলে জানিয়েছেন। এ ছাড়া ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ আলী জানান, তাকে ও স্কুল শাখার অভিভাবক সদস্য মিজান পাঠানকে দাতা ভোটার নিয়োগের বিষয়টি জানানো হয়নি। এ নিয়ে অধ্যক্ষের সঙ্গে তার ঝগড়াও হয়েছে।

এ প্রসঙ্গে অধ্যক্ষ মজিবুর রহমান তালুকদার বলেন, দাতা সদস্য হওয়ার জন্য নোটিশে উল্লেখ করা তারিখের এক মাস ১৯ দিন পর কিছু ব্যক্তি দাতা সদস্য হওয়ার জন্য যোগাযোগ করেন। কিন্তু নির্দেশনার শর্তাবলিতে সুযোগ না থাকায় তাদের আগামী বছর যোগাযোগ করতে বলা হয়। এর পর থেকেই তারা দাতা সদস্য নিয়োগে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলেছেন।

অধ্যক্ষ বলেন, দাতা সদস্য নিয়োগ-সংক্রান্ত বিষয়ে কোনো অনিয়ম হয়নি। জেলা শিক্ষা অফিসসহ সংশ্নিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0029680728912354