অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা আত্মসাতের অভিযোগ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে সাতজন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া বহুল আলোচিত প্রধান শিক্ষক আতিয়ার রহমান দৌড়ঝাঁপ শুরু করেছেন। নিজে বাঁচতে বিভিন্ন মহলে তদবির করে যাচ্ছেন। মঙ্গলবার ‘কালীগঞ্জে শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ’ শিরোনামে একটি তথ্যবহুল রিপোর্ট প্রকাশ হওয়ার পর প্রধান শিক্ষক আতিয়ার রহমানের বিরুদ্ধে আরও অনেক তথ্য এ প্রতিবেদককে দেন ভুক্তভোগীরা। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।

জানা গেছে, গত কয়েক বছরে স্কুল থেকে অবসরে যাওয়া সাত শিক্ষক ও এক পিয়নের গ্র্যাচুইটির প্রায় আড়াই লাখ টাকা পরিশোধ না করে প্রধান শিক্ষক আত্মসাৎ করেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

গ্র্যাচুইটির টাকা পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন- অরবিন্দু বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, রেজাউল ইসলাম, রনক তরফদার, জামাত আলী, আবদুস সামাদ, রবিউল ইসলাম ও পিয়ন রেজাউল করিম মন্টু। এর মধ্যে শিক্ষক অরবিন্দু বিশ্বাস ও পিয়ন রেজাউল করিম মন্টু মারা গেছেন। তাদের পরিবারের পক্ষ থেকে স্কুলে টাকা চাইতে গেলেও প্রধান শিক্ষক দিতে অস্বীকার করেন। এছাড়া এ প্রধান শিক্ষক স্কুলে যোগদানের পর রিঞ্জুনা খাতুন নামে একজনকে আয়া পদে নিয়োগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

গত ১০ বছর নামমাত্র বেতন-ভাতা দিয়ে কাজ করিয়ে নিলেও তাকে নিয়োগ না দিয়ে তাড়িয়ে দেন। এমনকি এ আয়া বৈধভাবে নিয়োগপ্রাপ্ত না হলেও ২০১৬ খ্রিষ্টাব্দের মিনিস্ট্রি অডিটের কথা বলে ২৫ হাজার টাকা হাতিয়ে নেন এ প্রধান শিক্ষক।

রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমি ২৫ বছর চাকরি করেছি। বেতন থেকে কেটে নেয়া গ্র্যাচুইটির টাকার কোনো হিসাব দেন না প্রধান শিক্ষক আতিয়ার রহমান। অনেকদিন তার কাছে বললেও এ টাকা দেয়ার কোনো ব্যবস্থা তিনি করেননি। আমার মতো আরও ছয়জনের গ্র্যাচুইটির টাকা তিনি আত্মসাৎ করেছেন।

প্রধান শিক্ষক আতিয়ার রহমান টাকা আত্মসাতের বিষয় অস্বীকার করে বলেন, স্কুল ফান্ডে কোনো টাকা নেই। আমি ২০০৯ খ্রিষ্টাব্দে এখানে যোগদান করি। তখন থেকেই পিএফ ফান্ড বন্ধ। আমি ম্যানেজিং কমিটির সভায় বারবার বলেছি টাকা দেয়ার জন্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ টাকা তাদের পাওনা। নিরাশ হওয়ার কিছু নেই, দেয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0053009986877441