এইচএসসি ও সমমান : অনুপস্থিত সাড়ে ১২ হাজার, বহিষ্কার ৪

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

এইচএসসির ও সমমান পরীক্ষায় রোববার সারাদেশে ১২ হাজার ৫০৩ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন মোট ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। 

রোববার সকালে এইচএসসির মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, চারু কারুকলা প্রথম পত্র নাট্য কলা প্রথম পত্র ও বিকেলে পরিসংখ্যান প্রথম পত্র ও ব্যবহারিক শিল্পকাল ও বস্ত্র পরিচ্ছদ প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে আলিমের রসায়ন দ্বিতীয় পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, উর্দু দ্বিতীয় পত্র ও ফারসি দ্বিতীয় পত্র পরীক্ষা ও এইচএসসি বিএম-বিএমটি দ্বাদশ শ্রেণির ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপন ও একাদশ শ্রেণির ই বিজনেস ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষার্থীদের অনুপস্থিতি ও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, এদিন সকালে ও বিকেলে পর্যন্ত নয়টি সাধারণ বোর্ডের অধীনে ১ হাজার ৫১৯টি কেন্দ্রে এইচএসসির মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, চারু কারুকলা প্রথম পত্র, নাট্য কলা প্রথম পত্র, পরিসংখ্যান প্রথম পত্র ও ব্যবহারিক শিল্পকাল ও বস্ত্র পরিচ্ছদ প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ২ লাখ ৮৯ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৮৩ হাজার ৬৫০ জন। অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৩৪৫ জন।

জানা গেছে, ঢাকা বোর্ডের ১ হাজার ৩১২ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৪২৩ জন, কুমিল্লা বোর্ডের ৬৫৩ জন, যশোর বোর্ডের ১ হাজার ৪ জন, চট্টগ্রাম বোর্ডের ১২২ জন, সিলেট বোর্ডের ১৪০ জন, বরিশাল বোর্ডের ৬৩৭ জন, দিনাজপুর বোর্ডের ৭১৯ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩৩৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এদিন সিলেট বোর্ডের ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। 

মাদরাসা শিক্ষা বোর্ডের আলিমের রসায়ন দ্বিতীয় পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, উর্দু দ্বিতীয় পত্র ও ফারসি দ্বিতীয় পত্র পরীক্ষায় কেউ বহিষ্কৃত হননি। সকাল ১১টা থেকে দুপুরে একটা পর্যন্ত চলা এ পরীক্ষায় সারাদেশের ৪৪৮টি কেন্দ্রে ৯১ হাজার ৩৩২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছেন ৮৫ হাজার ৮২২ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৫১০ জন পরীক্ষার্থী।  

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি দ্বাদশ শ্রেণির ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপন ও বিকেলে একাদশ শ্রেণির ই বিজনেস ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষায়ও কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হননি। ৬৭২টি কেন্দ্রে সকাল ও বিকেলে অনুষ্ঠিত এসব পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো ২৪ হাজার ৮৬০ জন পরীক্ষার্থীর। পরীক্ষায় অংশ নিয়েছেন ২৪ হাজার ১২১ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৬৪৮ জন।

আগামীকাল সোমবার সকালে এইচএসসির মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, চারু ও কারুকলা দ্বিতীয় পত্র ও নাট্যকলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বিকেলে এইচএসসির পরিসংখ্যান দ্বিতীয় পত্র ও ব্যবহারিত শিল্পকলা ও ব্রস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আগামীকাল সোমবার আলিম বা এইচএসসি বিএম-বিএমটির কোনো পরীক্ষা নেই। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028350353240967