এসএসসি পাস করা নারী ফুটবলারদের সংবর্ধনায় বাফুফের শর্ত

দৈনিকশিক্ষা ডেস্ক |

এ বছর ৮ জন নারী ফুটবলার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সারা বছর বাফুফের ক্যাম্পে থেকে অনুশীলন এবং নিয়মিত খেলাধুলায় অংশ নেয়ার পাশাপাশি পড়াশোনায়ও যে মেয়েরা ভালো, সেটা তারা প্রমাণ করেছেন পরীক্ষায় পাস করে।

মেয়েদের এই সাফল্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের সংবর্ধনা দেয়ার আগ্রহের কথা প্রকাশ করেছে বাফুফেকে। নিজ নিজ বাড়ি থেকে ঢাকায় এনে তাদের মিষ্টিমুখ করানো হবে বলে বাফুফেকে প্রস্তাব দিয়েছে কোনো কেনো প্রতিষ্ঠান।

তবে বাফুফে থেকে পরিষ্কার বলে দেয়া হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যখন মেয়েরা ক্যাম্পে উঠবেন তখনই তাদের এই সংবর্ধনা দেয়া যাবে। শুধু সংবর্ধনার জন্য মেয়েদের কোনোভাবেই ঢাকায় আনা যাবে না।

এ বাইরেও বাফুফে শর্ত জুড়ে দিয়েছে সংবর্ধনা প্রদানে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে। সংবর্ধনায় তারা শুধু মেয়েদের মুখে একটা মিষ্টি তুলে দিয়ে আর হাতে একটা ফুলের তোড়া ও সস্তা কোনো গিফট ধরিয়ে দেবে, সেটা হবে না। কারণ, বাংলাদেশের মেয়ে ফুটবলাররা এখন আর যে কোনো কিছু হাতে ধরিয়ে দিয়ে সংবধর্না দেয়ার মতো অবস্থায় নেই।

এর আগে এমন ঘটনা ঘটেছে। মেয়েরা বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের সংবর্ধনা দেয়ার হিড়িক পড়েছিল। আর সংবর্ধনার নামে কিছু প্রতিষ্ঠান মেয়েদের হাতে ঘটি-বাটি ধরিয়ে দিয়ে বিশাল কাভারেজ নিয়ে গেছে। সে অভিজ্ঞতা থেকে বাফুফে এখন সতর্ক।

এ বিষয়ে বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইংসের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আমি সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। যারা সংবর্ধনা দেবে তারা কিভাবে দেবে, মেয়েদের কি উপহার দেবে, সেটা যেন আগেই নিশ্চিত করা হয়। কারণ, উপহার অবশ্যই জাতীয় দলের মেয়েদের জন্য সম্মানজনক হতে হবে।’

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘যারা সংবধর্না দিতে চাচ্ছে, তাদের প্রথম ইচ্ছা ছিল- মেয়েদের ডেকে শুধু মিষ্টিমুখ করাবে। আমরা বলেছি সেটা হবে না। তাদের কি উপহার দেয়া হবে, সেটা আমাদের আগেই জানাতে হবে। আমরা তার মূল্য বিবেচনা করবো। মেয়েদের দেয়া উপহার সম্মানজনক না হলে সংবর্ধনার অনুমতি দেয়া হবে না।’


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0029940605163574