কানাডিয়ান ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |

কানাডিয়ান ইউনিভার্সিটির স্প্রি-২০১৮ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের দিনব্যাপি ওরিয়েন্টেশন শনিবাার (২৪ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

রাজধানীর বনানী ক্যাম্পাসে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া প্রিফন্তেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত। নতুন শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম।

কানাডিয়ান ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বেনওয়া প্রিফন্তেইন বলেন, একজন শিক্ষার্থী যত শিখবে ততই তার আত্ম উপলব্ধি করা এবং বিশ্বকে জানার সুযোগ পাবে। জ্ঞান অন্বেষণ এবং নতুন নতুন জ্ঞানের বিকাশ ঘটানোর স্থান হচ্ছে ইউনিভার্সিটি। পারস্পারিক সম্পর্ক উন্নয়নে শিক্ষা বা জ্ঞানে গুরুত্ব উল্লেখ করে তিনি বর্তমানে কানাডা ও বাংলাদেশের মাঝে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন। উচ্চশিক্ষায় কানাডিয়ান মানসম্মত শিক্ষা পদ্ধতি অনুসরণ করায় কানাডিয়ান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজকেও ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা ও স্কুল অব বিজনেসের ভার্চুয়াল ডীন প্রফেসর এমিরেটাস ড. আতিউর রহমান এবং বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ এ. আরাফাত। তাঁরা নতুন শিক্ষার্থীদেরকে প্রায়োগিত শিক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিপার্টমেন্ট অব ল-এর লেকচারার ব্যারিস্টার সায়মা তাহমিন এবং অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ইউনিভার্সিটির হেড অব স্টুডেন্ট ওয়েলফেয়ার ও বিজনেস স্কুলের এ্যাসোসিয়েট প্রফেসর মোঃ লাতিফুল খাবির। কানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে কানাডিয়ান ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মো. আসাদুজ্জামান সুবহানী (অব.), কানাডিয়ান ইউনিভার্সিটির বিজনেস স্কুলের ডীন প্রফেসর উইলিয়াম এইচ. ডেরেঞ্জার, প্রোক্টর-ইনচার্জ ও বিজনেস স্কুলের এ্যাসোসিয়েট প্রফেসর হানিফ মাহতাব, এ্যাসোসিয়েট প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মনজুর হোসাইন, প্রধান এ্যাসোসিয়েট প্রফেসর ড. নূরুল ইসলাম বাবুল, ডিপার্টমেন্ট অব ইংলিশ ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান এ্যাসিস্ট্যান্ট প্রফেসর শাহরিয়ার মোহাম্মদ কামাল, ডিপার্টমেন্ট অব ন্যাচারল সায়েন্স-এর ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ওয়ালিদ বিন কাদের, ডিপার্টমেন্ট অব সিএসই-এর ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ফারিয়া তাবাস্সুম এবং স্কুল অব বিজনেস-এর এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আকিম এম রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি - dainik shiksha আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় - dainik shiksha শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সেশনজটের শঙ্কা বুয়েটে - dainik shiksha সেশনজটের শঙ্কা বুয়েটে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড - dainik shiksha মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি - dainik shiksha ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0039060115814209