কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস পালিত

কুবি প্রতিনিধি |

সময়ের পরিক্রমায় ১৬ তম বছর অতিক্রম করে ১৭ তম বছরে পদার্পন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এ দিবসকে উদযাপনের জন্য প্রশাসনের পূর্বপরিকল্পিত সাদামাটা আয়োজনের মাধ্যমেই 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস-২০২২' উদযাপন করা হয়েছে। শনিবার (২৮ মে) র‍্যালীর মাধ্যমে এ দিবসটি উদযাপন শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে র‍্যালীটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জাদুঘর পর্যন্ত ঘুরে র‍্যালীটি মুক্তমঞ্চে এসে শেষ হয়। এরপর মুক্তমঞ্চে ৩ টি পায়রা অবমুক্ত করে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। সর্বশেষ আয়োজনের অংশ হিসেবে কেক কাটা হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা অনেকেই জানি না বিশ্ববিদ্যালয় মানে কি! একজন শিক্ষার্থীর কাজ একাডেমিক এক্সারসাইজ করা, একজন শিক্ষকের কাজ একাডেমিক এক্সারসাইজ করা।'অমুকের চামড়া তুলে নিব আমরা'- এটা কখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাজ হতে পারে না। এই বিশ্ববিদ্যালয়ের এক্সারসাইজ হবে আমরা কিভাবে গবেষণার মাধ্যমে জ্ঞান বাড়াতে পারি। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বের দরবারে দাঁড়াতে পারে। আমি চাই বিশ্ববিদ্যালয়ে সেই পরিবেশ তৈরি করার জন্য।

তিনি আরো বলেন, আমরা কাঁদা ছোড়াছুড়ি করতে করতে সময় নষ্ট করি। যদি কাঁদা ছোড়াছুড়ি না করে গবেষণা নিয়ে কাজ করতাম তাহলে আমরা নতুন কিছু আবিষ্কার করতে পারতাম।

সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এছাড়া আলোচনা সভায় উপস্থিত  ছিলেন প্রায়  সকল বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০০৬ সালের ২৮ মে মাত্র ৫০ একর জায়গা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ২০০ একর জমির উপর  চলমান আছে অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0029540061950684