কোচিং ক্লাস করানোয় প্রধান শিক্ষককে শোকজ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি |

সরকারি নির্দেশনা না মেনে চট্টগ্রামের পটিয়ায় স্কুলে কোচিং ক্লাস চালুর অভিযোগে এএস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) ম্যানেজিং কমিটির জরুরি বৈঠকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেনকে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে স্কুলের ছাত্রদের ডেকে এনে কোচিং ক্লাস চালু করলে কমিটির সকল সদস্য ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। সরকারি নির্দেশনা না মেনে কোচিং ক্লাস চালু করার বিষয়টি কমিটির পক্ষ থেকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা ও পটিয়া উপজেলা মাধ্যম শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। এর পর ম্যানেজিং কমিটি জরুরি সভা ডেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোকজ করেন।

সভায় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার হায়দার, কমিটির সদস্য গোফরান রানা, খোরশেদ গণি, ফরিদ আহমদ, আলী হোসাইন, আবদুল মোতালেব, শাহনাজ বেগম, এটিএম তোহা, আবু তৈয়ব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহদাত হোসেন। ওই সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদাত হোসেন নিজে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। ভুল সংশোধনের জন্য তাকে আরেকবার সুযোগ দিতে কমিটির কাছে অনুরোধ জানান।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার হায়দার জানিয়েছেন, কমিটি ও সরকারি নির্দেশনা না মেনে স্কুলের ছাত্র ডেকে এনে কোচিং ক্লাস চালুর বিষয়টি ঠিক করেনি ভারপাপ্ত প্রধান শিক্ষক। ফলে কমিটির সিদ্ধান্ত মোতাবেক শোকজ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে ওই শিক্ষকের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি please click here to view dainikshiksha website Execution time: 0.0047240257263184