গ্রেফতার বন্ধের আশ্বাস পেয়েছেন কওমি নেতারা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক |

স্বাস্থ্যবিধি মেনে মাদরাসা খুলে দেওয়া এবং আলেম ও ইমাম মুসল্লিদের গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেছেন কওমির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইয়াতুল উলিয়া লিল-জামি’আতুল কওমিয়ার প্রতিনিধিরা।

বৈঠক সূত্র নিশ্চিত করেছেন, গ্রেপ্তার বন্ধের বিষয়ে আশ্বাস পেয়েছেন কওমি নেতারা। এ সূত্রটি আরও জানিয়েছে, সহিংসতা তাণ্ডবে সরাসরি জড়িত এবং মামলার এজাহারে যাদের নাম এসেছে- তাদের বাদে অন্যদের গ্রেপ্তার করা হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। মাদ্রাসার সাধারণ ছাত্র, আলেম ওলামাদের মধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে- তাদের মুক্তি চেয়েছেন হাইয়াতুল উলিয়ার প্রতিনিধিরা। তবে মামুমুল হকসহ হেফাজতের কেন্দ্রীয় যে নেতারা গ্রেপ্তার হয়েছেন- তাদের মুক্তির বিষয়টি আলোচনায় আসেনি বলে জানিয়েছে বৈঠক সূত্র।

গওহরডাঙ্গার মাদরাসার মুহতামিত মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি রাত পৌনে ১০টার দিকে মন্ত্রীর ধানমন্ডির বাসায় যান। এক ঘণ্টা বৈঠকের পর তারা বেরিয়ে যান। তবে কেউই কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি দলে ছিলেন মুফতি মোহাম্মদ আলী এবং মুফতি জসিমউদ্দিন। বৈঠকের আলোচনা সম্পর্কে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং মাওলানা রহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য জানা যায়নি।

গত রোববার হাইয়াতুল উলায়ার স্থায়ী কমিটির বৈঠকে মাদরাসা ছাত্র শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করাসহ পাঁচ সিদ্ধান্ত হয়। সেগুলো জানাতেই সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান কওমি প্রতিনিধিরা। বৈঠক সূত্র জানিয়েছে, সরকারকে লেখা হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয়েছে। তাতে মাদ্রাসা খোলার ও গ্রেপ্তার বন্ধের অনুরোধ করা হয়েছে।

কওমি প্রতিনিধিরা বলেছেন, হিফজ একটি ধারাবাহিক শিক্ষা। মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ থাকলে চর্চার অভাবে কোরআন শিক্ষা ভুলে যেতে পারে শিক্ষার্থীরা। আবার মাদ্রাসা বন্ধ থাকলে এতিম ও গরিব শিক্ষার্থীরা সবচেয়ে সঙ্কটে পড়বে। তাদের থাকা খাওয়ার সংস্থান নেই। এ ছাড়া মাদ্রাসাগুলো ঈদে শিক্ষকদের বেতন ভাতা দিতে পারবে না। বৈঠক সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কওমি মাদ্রাসার প্রতিনিধিদের অনুরোধের জবাবে বলেছেন, লকডাউনে মাদ্রাসা বন্ধ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে। তারপরও আলেম ওলামাদের আবেদেনে মাদ্রাসা খোলা যায় কী না, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028359889984131